ভারতের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল বাংলাদেশ। বুধবার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ৫ রানে হারে টাইগাররা।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, ভারতের বিরুদ্ধে খেললেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ভারতের বিরুদ্ধে খেললেই এমনটা হয়। আমরা খুব কাছাকাছি চলে যাই, কিন্তু জিততে পারি না। দারুণ একটি ম্যাচ ছিল। দর্শকরা খুবই উপভোগ করেছেন। দুই দলই উপভোগ করেছে। দিনের শেষে কেউ জেতে কেউ হারে।
ম্যাচে ২৭ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলা লিটন দাসের ব্যাটিংয়ে মুগ্ধ সাকিব বলেন, লিটন সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছে, সে আমাদের সেরা ব্যাটসম্যান। পাওয়ার প্লেতে সে যেভাবে ব্যাট করছিল, ভেবেছিলাম ম্যাচটি আমরা জিতব।
সাকিব আরও বলেন, আমরা টুর্নামেন্টে ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করে যাচ্ছি। বিশ্বকাপটা উপভোগ করতে চেয়েছিলাম, আশা করি সেটি করতে পেরেছি। শেষ ম্যাচেও এটা অব্যাহত রাখতে চাই।