শেষ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার লক্ষ্য বাংলাদেশের

ছবি : এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে রবিবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অংকের জটিল হিসেবে সেমিফাইনাল খেলার যতটুকু সম্ভাবনা এখনো বেঁচে আছে, সেটা কাজে লাগাতে হলে টাইগারদের কাল জিততেই হবে। ভারতের কাছে জিততে জিততে হেরে গেলেও পাকিস্তানের বিপক্ষে আর এই ভুল করতে চায় না বাংলাদেশ। এই আত্মবিশ্বাসের কথাই শোনালেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম।

রবিবার সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এর আগে আজ শনিবার অ্যাডিলেডে সংবাদ সম্মেলনে শ্রীধরন শ্রীরাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, পাকিস্তানকে হারাতে পারব। কিন্তু সেমিফাইনালে যাওয়া আমাদের হাতে নেই।  আমার মনে হয় পাকিস্তান খুব ভালো দল। নিউজিল্যান্ডে (ত্রিদেশীয় সিরিজ) তাদের বিপক্ষে দুই ম্যাচেই আমাদের সুযোগ ছিল। তারা জানে আমাদের শক্তির জায়গা, আমরাও তাদেরটা জানি। আগামীকাল একটা ভালো লড়াই হবে। ‘

সংবাদ সম্মেলনে ভারত ম্যাচের প্রসঙ্গও ওঠে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫ রানে হেরে যাওয়া ওই ম্যাচ থেকে দল আত্মবিশ্বাস পেয়েছে বলে মনে করেন বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর, ‘আমরা কোনো অজুহাত দিতে আসিনি। ম্যাচের আগে যদি কেউ বলত, আমরা ভারতের সঙ্গে পাঁচ রানে হারব। এটা যে কেউ মেনে নিত। আমার মনে হয় ভারতকে হারানোর মতো একটা জায়গায় চলে গিয়েছিলাম আমরা। আমরা লাইনটা পার করতে পারিনি। কিন্তু এত কাছে আসাটা ছেলেদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। ‘

LEAVE A REPLY