‘কারাগার’ পার্ট-২ আসছে ১৫ ডিসেম্বরে

চঞ্চল চৌধুরী

গত ১৯ আগস্ট ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছিল ‘কারাগার’ সিরিজ। যেখানে মূল চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, নাঈম।  

চঞ্চল ২৫০ বছর ধরে তিনি জীবিত। কিন্তু ৫০ বছর ধরে জেলে বন্দি, যার তালা খোলা হয়নি বহু বছর ধরে।

সেখানেই এই রহস্যজনক আসামিকে দেখে চমকে ওঠে দু’বাংলার দর্শক।

দাঁতে কালো ছোপ। মারের চোটে চোখ ফুলে লাল টকটকে। গায়ে কালশিটের দাগ। কথাও বলতে পারছে না। ইশারায় বোঝান তিনি মীরজাফরের খুনি। রহস্য জিইয়ে রেখেই শেষ হয় কারাগারের প্রথম সিজন।

সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এসেছে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘বোধ’।  

সেখানেই জানা গেল ‘কারাগার পার্ট ২’-এর মুক্তির তারিখ। ‘বোধ’ সিরিজের শেষ পর্বের শেষ দৃশ্যে পর্দায় ভেসে উঠেছে ‘কারাগার’ দ্বিতীয় সিজন ১৫ ডিসেম্বর আসছে।

সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত কারাগার-এ অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ফারিণ, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।

LEAVE A REPLY