জিম্বাবুয়ের আম্পায়ার ল্যাংটন রুজেরে। ছবি : টুইটার
একদিন আগেই অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচে ভুল আম্পায়ারিং করে সমালোচিত হয়েছিলেন জিম্বাবুয়ের ল্যাংটন রুজেরে। আজ আবার তিনি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে মারাত্মক ভুল সিদ্ধান্ত দিয়ে বসলেন! পার্থক্য হলো, অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচে তিনি ছিলেন ফিল্ড আম্পায়ার। আর আজকের ম্যাচে তার দায়িত্ব ছিল তৃতীয় আম্পায়ারের!
গত শুক্রবার অ্যাডিলেডে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। চতুর্থ ওভারে বল করতে আসেন নাভিন উল হক।
ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, প্রথম দুটি বলে এক রান হয়। তৃতীয় বলে চার মারেন মিচেল মার্শ। চতুর্থ বলে আফগানিস্তানের মনোসংযোগের অভাবে ৩ রান পায় অস্ট্রেলিয়া। পঞ্চম বলে কোনো রান হয়নি। তারপরই ওভার শেষ করেন মার্শ। এতে আম্পায়ার ল্যাংটন কোনো আপত্তি জানাননি!
সেই ল্যাংটন আজ ছিলেন তৃতীয় আম্পায়ারের ভূমিকায়। ১১তম ওভারটি করছিলেন শাদাব খান। তার পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে এসে মারতে যান সাকিব। টাইমিং ঠিক না হওয়ায় বল প্যাডে লাগে। জোরালো আবেদনে আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক আঙুল তুলে দেন। সাথে সাথে রিভিউ নেন সাকিব। টিভি রিপ্লেতে আলট্র্রা এজে ধরা পড়ে, বল প্যাডে লাগার আগে ব্যাট ছুঁয়েছে। কিন্তু জিম্বাবুয়ের আম্পায়ার ল্যাংটন বোধহয় সেটা দেখতেই পাননি। তাই তিনি মাঠের আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তই বহাল রাখেন।