দুর্নীতি কেলেঙ্কারিতে চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর

চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ফান ইইফেই। (ছবি : এপি ছবি/কিন চেউং)

চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ফান ইইফেইয়ের বিরুদ্ধে ‘শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের’ অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দুর্নীতি দমন সংস্থা আজ শনিবার এ তথ্য জানিয়েছে।

চীনের শৃঙ্খলা পরিদর্শনের কেন্দ্রীয় কমিশন এ ঘটনায় অনলাইনে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে।

তবে সেখানে ৫৮ বছর বয়সী ফান ইইফেইয়ের বিরুদ্ধে অভিযোগের কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের ছয়জন গভর্নরের মধ্যে একজন ফান। তিনি সাত বছরেরও বেশি সময় ধরে এই পদে কাজ করছিলেন। ২০১৫ সালে তিনি পিপলস ব্যাংক অব চায়নাতে যোগদান করেন। সাম্প্রতিক বছরগুলোতে একটি ডিজিটাল মুদ্রা বিকাশের জন্য চীনের প্রচেষ্টার বিষয়ে তিনি প্রায়ই কথা বলেছেন।

চীনের নেতা শি চিনপিংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি দেশটিতে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে । এতে তারা জনসাধারণের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং কিছু সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির চেয়ে পেছনে পড়ে গেছে। শুধুমাত্র এই বছরেই প্রায় এক হাজার ১০০ চীনা কর্মকর্তা তদন্তের আওতায় এসেছেন, যাদের মধ্যে ফানও রয়েছেন। সূত্র : এপি।

LEAVE A REPLY