রাশিয়ায় ড্রোন পাঠানো হয়েছে যুদ্ধ শুরুর আগে, দাবি ইরানের

রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা গতকাল শনিবার প্রথমবারের মতো স্বীকার করেছে ইরান। তবে দেশটির দাবি, যুদ্ধ শুরু হওয়ার পরে নয়, এর আগেই ড্রোনগুলো মিত্র রাষ্ট্রটিতে পাঠিয়েছিল তারা।  

এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ বলেন, আমরা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে অল্প কিছু ড্রোন সরবরাহ করেছিলাম।

রাশিয়া নিজেদের হামলায় ইরানে তৈরি ড্রোন ব্যবহার করেছে—সাম্প্রতিক সপ্তাহগুলোতে এমন অভিযোগ তুলেছিল পশ্চিমা দেশগুলো।

ইরান এর আগে একাধিকবার সে অভিযোগ অস্বীকার করেছে। তবে এবার তারা স্বীকার করলেও, ড্রোনগুলো পাঠানোর সময় নিয়ে নতুন দাবি তুলল।  

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সমর্থন দিয়েও ইরান ‘মিথ্যা তথ্য’ ছড়াচ্ছে। ইরান ‘সন্ত্রাসবাদী সহযোগিতা’ করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সূত্র : এএফপি, বিবিসি

LEAVE A REPLY