একসঙ্গে সংসার করতে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া, মান-অভিমান হবে। তবে সেটা টেনে লম্বা করা উচিত নয়। এমনটিই বলেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
তিনি বলেন, মোস্তফা সরওয়ার ফারুকীর ওপর আমার রাগ, অভিমান ১০ মিনিটও স্থায়ী হয় না।
তিশা বলেন, ফারুকীর সঙ্গে দীর্ঘদিন ধরে আছি। আমাদের বোঝাপড়াটা দারুণ। একসঙ্গে দুইটা পাতিল থাকলে শব্দ হবেই। কোনো কিছু টেনে লম্বা করা ঠিক নয়। কারণ, লেবু বেশি কচলালে তা তিতা হয়ে যায়। এমন নয় যে, ওর সঙ্গে আমার খুনসুটি হয় না। তবে সেটা দশ মিনিটও স্থায়ী থাকে না।
‘বীরকন্যা প্রীতিলতা’ ছবিতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। এরকম গল্পের চরিত্রে অভিনয় করা খুব কঠিন। তবে পরিচালকসহ সহশিল্পীদের প্রচেষ্টায় ভালোভাবে শেষ করতে পেরেছি আমরা। সিনেমার লোকেশনগুলো ছিল অসাধারণ। আশা করি, সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন।
আগামী ১৮ নভেম্বর সারাদেশে মুক্তি পাবে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। এই সিনেমার মুক্তিকে ঘিরে চলছে প্রচার-প্রচারণা। তারই ধারাবাহিকতায় রোববার প্রীতিলতার স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে শুরু হয়েছে ঢাকার প্রচার কার্যক্রম।
এই প্রচার কার্যক্রমে আরও ছিলেন সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ, অভিনেতা মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদারসহ অনেকেই।