রবিবার রাতে টটেনহ্যামকে হারিয়ে লিভারপুলের উচ্ছ্বাস। ছবি: দ্য গার্ডিয়ান
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই হারের পর মোহাম্মদ সালাহর জোড়া গোলে জয়ে ফিরেছে লিভারপুল। রবিবার (৬ নভেম্বর) রাতে টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে ২-১ গোলে জিতেছে তারা।
সুন্দর শেষের দারুণ ছন্দে ১১ মিনিট পর গোলমুখ খোলেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। বিরতির আগে এরিক ডায়ার তাকে গোল উপহার দেন। লিভারপুল গোলরক্ষক আলিসনের লম্বা কিক ঠেকাতে গিয়ে ভুলে সরাসরি সালাহকে হেড করে বল দেন স্পার ডিফেন্ডার। প্রতিপক্ষ গোলকিপার হুগো লরিসের সামনে থেকে বল চিপ করে লক্ষ্যভেদ করেন সালাহ। খবর স্কাই স্পোর্টসের।
স্বাগতিকরাও ভালো সুযোগ পেয়েছিল। দুই অর্ধেই ইভান পেরিসিচ গোলপোস্টে আঘাত করেন। বিরতির পর ইনজুরি থেকে ফিরে আসা দেজান কুলুসেভস্কি ৭০তম মিনিটে হ্যারি কেইনকে দিয়ে ব্যবধান কমান।
তবে হার এড়াতে পারেনি টটেনহ্যাম। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে লিভারপুল। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট পেয়ে চারে নেমে গেছে স্পাররা।
দিনের আরেক ম্যাচে চেলসির মাঠে ১-০ গোলে জিতে শীর্ষে ফিরেছে আর্সেনাল। গ্যাব্রিয়েলের একমাত্র গোলে ম্যানসিটিকে টপকে গেছে তারা। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট গানারদের, দুই পয়েন্ট পেছনে সিটিজেনরা (৩২)। ম্যানইউ ৩-১ গোলে হেরে গেছে অ্যাস্টন ভিলার মাঠে।