অভিনেত্রী নুসরাত জাহান। ফাইল ছবি
কটাক্ষ শুনতেই হয় আমাকে।
রবিবার (৬ নভেম্বর) জানিয়েছেন টালিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গ বিধানসভার সাংসদ নুসরাত জাহান। ইন্সটাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, সব সময় মনে রাখবেন, আমি যা করছি একদম ঠিক করছি।
পার্কস্ট্রিট ঘটনায় নিজের নাম জড়ানো থেকে শুরু করে প্রেমিক থেকে এই অভিনেত্রীর স্বামী বনে যাওয়া যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক- কোনো বিষয়েই নিশ্চুপ দেখা যায়নি এই অভিনেত্রীকে। সবসময়ই নিজের অবস্থা পরিষ্কার করেছেন তিনি। তবুও তাকে প্রায়শই কটাক্ষের সম্মুখীন হতে হয়।
ওই ভিডিওতে দেখা যায়, তার পরনে কালো পোশাক, চোখে সানগ্লাস। আর ভিডিওতে লেখা উঠছে- আপনি যাই করুন না কেন মানুষ আপনাকে কটাক্ষ করবেই। তাহলে কি করা উচিত? সেই উপায়ও জানিয়ে দিলেন তিনি। তিনি বলেন, ‘সবসময় মনে রাখবেন, আমি যা করছি একদম ঠিক করছি’।ক