অনুশীলনরত রোহিত শর্মা। ফাইল ছবি
অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার (১০ নভেম্বর) মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এর আগে ভারতীয়দের জন্য আছে দুঃসংবাদ। মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতে আঘাত পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
নেটে থ্রো ডাউন প্র্যাকটিস করছিলেন ভারতের অধিনায়ক। সেই সময় থ্রোডাউন এক্সপার্ট এস রাঘুর একটি শর্ট বল লেন্থ এরিয়ায় লাফিয়ে হাতে লাগে। পুল শট খেলতে গিয়ে বল মিস করেন রোহিত, ব্যথা নিয়ে তখনই নেট ছাড়েন। খবর ইএসপিএন, এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
ডানহাতে বড় একটি আইস প্যাক ধরে থাকতে দেখা যায় রোহিতকে। চোখেমুখে ছিল অস্বস্তির ছাপ। মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন তার কাছে গিয়ে কথা বলেন। প্রায় ৪০ মিনিট চোটের জায়গায় বরফ ঘষার পরে রোহিত নেটে ফেরেন। তিনি স্লো থ্রো ডাউনে ব্যাট লাগিয়ে যাচাই করে নেন কব্জির অবস্থা।
আপাতদৃষ্টিতে, রোহিতের ইনজুরি গুরুতর নয়। ৩৫ বছর বয়সী এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে এক হাফ সেঞ্চুরিসহ ১৭.৮০ গড়ে মোটে ৮৯ রান তুলেছেন।