জনই ছিলেন পাঠানের প্রথম ও শেষ পছন্দ

জন আব্রাহাম ও শাহরুখ খান

শাহরুখ খানের প্রত্যাবর্তন চলচ্চিত্র ‘পাঠান’-এর টিজার বেশ ঝড় তুলেছে ভক্ত-অনুরাগীদের মাঝে। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন কিং খান। সিনেমায় তাঁর দুর্দান্ত স্পাই লুক ও অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি করতে যাচ্ছে।  সেই সঙ্গে রয়েছে দীপিকা পাড়ুকোনের লাস্যময়ী উপস্থিতি ও জন আব্রাহামের খলনায়ক চরিত্র।

তবে এটি স্বীকার করতেই হয়, শাহরুখের সাথে পাল্লা দিয়ে জন আব্রাহামও ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তাঁর ‘পাঠান’ লুক দিয়ে।  

সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, সিনেমাটিতে ভিলেনের ভূমিকায় অভিনয়ের জন্য তাঁর প্রথম এবং একমাত্র পছন্দ ছিলেন জন আব্রাহাম।  তিনি এমন একজনকে চেয়েছিলেন যিনি পর্দায় নির্মম এবং পাঠানের নিখুঁত বিপরীত হতে পারেন। জন আব্রাহাম তা করে দেখিয়েছেন।

সিদ্ধার্থ বলেছেন, ‘পাঠান একটি বৃহৎ সিনেমা। তাই আমাদের একটি দুর্দান্ত ভিলেন দরকার, যে এই গল্পে সমানভাবে বড়। আমরা এমন একজনকে চেয়েছিলাম যে নির্মম আবার নম্র এবং সেই সঙ্গে পর্দায় একটি দুর্দান্ত উপস্থিতি তৈরি করবে।  তাই পাঠানের ভিলেন জন আব্রাহামকে মাথায় রেখেই লেখা হয়েছে। ’

kalerkantho

তিনি আরো বলেছেন, ‘জন আমাদের প্রথম এবং একমাত্র পছন্দ ছিলেন এবং আমরা নিশ্চিত ছিলাম যে আমরা এমন একজন ভিলেন চাই যাকে দর্শকরা চিরকাল নিজেদের মনে লালন করবে। টিজারে রক্তে ভেজা শাহরুখ খানকে যেভাবে দর্শকরা গ্রহণ করেছে, তেমনটাই প্রতিক্রিয়া দেখিয়েছে জনের প্রতি। এটা দেখে আমি আনন্দিত। জন পর্দায় পাঠানের নিখুঁত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে এবং আমরা তাদের প্রতিদ্বন্দ্বিতাকে দারুণভাবে উপস্থাপন করতে যাচ্ছি। ’

kalerkantho

এর আগে সিদ্ধার্থ আনন্দ পাঠানের জন্য শাহরুখ খানের শারীরিক রূপান্তর সম্পর্কে বলেছিলেন, ‘শাহরুখ খান পাঠানের জন্য তার শরীরকে সর্বোচ্চ মাত্রায় নিয়ন্ত্রণ করেছেন। প্রচণ্ড কসরত করেছেন। সুতরাং পাঠানের টিজারের জন্য তিনি যে সমস্ত ভালোবাসা পাচ্ছেন, তার চেয়েও অনেক বেশি প্রাপ্য তিনি। আমার মনে আছে, যখন পাঠানের শুটিংয়ে তার সাথে প্রথম দেখা হয়, তখন আমরা আলোচনা করেছিলাম যে এটি তার জন্য কতটা শারীরিকভাবে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তিনি শুরু থেকেই এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং পর্দায় দেখানোর জন্য তৈরি ছিলেন। ’

হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় পাঠান ২০২৩ সালে ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY