টালিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় আলোচনায় থাকতে বেশ পছন্দ করেন। তার অভিনয়, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা সব সময়ই হয় টালিপাড়ায়।
বিয়ে, বিচ্ছেদ, প্রেম নিয়ে বছরের প্রায় দিনই নিন্দুকেরা তাকে আঘাত করে থাকেন। এগুলো অনেকটা সয়ে গেছে এই সুদর্শনীর।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন তার সামনের ছবি হাঙ্গামা ডট কমের শ্যুটিংয়ে ব্যস্ত। এরই ফাঁকে আনন্দবাজারের মুখোমুখি বসেছিলেন ইন্টারভিউয়ের জন্য। আর সেখানেই তিনি জানান এই ছবির গল্প তার খুব মজার লেগেছে।
বর্তমান সময়ে সবাই আনন্দ করতে ভুলে যাচ্ছে বলেই অভিনেত্রী জানান। তাই তিনি চান এই ছবিগুলোর মাধ্যমে দর্শকরা যদি ব্যস্ততা ভুলতে পারে, তারই চেষ্টা করা হচ্ছে।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজে কেমন ছবি পছন্দ করেন? এই প্রশ্নে তিনি জানান ‘এই মুহূর্তে ফোর মোর শর্টস প্লিজ এ মগ্ন আমি।’
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে নানান আলোচনা হয়, বিদ্রুপ শোনা যায়।
সে বিষয়ে তিনি স্পষ্ট করেই জানান, ‘আমার ভালো লাগে না। ওরা আমায় নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছেন, আমি বিনোদন জোগাচ্ছি। এসব করে অনেকে রোজগার করেন। কিন্তু আমার এসব গায়ে লাগে না। ’
একই সঙ্গে তিনি জানান অনেকে তাকে তার কাজের জন্য সমর্থন করেন। তাই তিনি কখনই কাউকে বিচার করেন না। আর কে তাকে জাজ করল তাতেও তার কিছু যায় আসে না, কারণ ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটাই হয়’ বলে স্পষ্ট করেন অভিনেত্রী।
অভিনেত্রী শ্রাবন্তী নয়, মা শ্রাবন্তীকে যখন ছেলের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি জানান আগামী বছর ঝিনুক উচ্চমাধ্যমিক দেবে, আগে সেটা দিক। তারপর এসব ভাবা যাবে।