রাশিয়া-ইউক্রেন ফের বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। এ সপ্তাহের মধ্যে যুদ্ধরত দুই দেশ ২১৪ জন বন্দি বিনিময় করেছে।
ডেইলি সাবাহ জানিয়েছে, ৩ নভেম্বর দোনেৎস্কে যুদ্ধবন্দি বিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। ওই দিন উভয় পক্ষ একে অপরের ১০৭ জন বন্দি বিনিময় করে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১০৭ জন রাশিয়ান সৈনিক যারা বন্দী অবস্থায় মারাত্বক বিপদে ছিল তাদের কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে আনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যারা মুক্তি পেয়েছে তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, আমরা ইউক্রেনের অন্ধকূপ থেকে আমাদের ১০৭ জন যোদ্ধাকে ফিরিয়ে দিচ্ছি। দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেছেন, তাদের মধ্যে ৬৫ জন পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল থেকে এসেছে৷ আমরা একই পরিমাণ বন্দী ইউক্রেনকে ফিরিয়ে দেব।
এর আগে গত সেপ্টেম্বরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ২০০ যুদ্ধবন্দীর বিনিময় করেছে।
এদিকে দোনেৎস্কে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, দোনেৎস্কের বিভিন্ন অঞ্চল দখলদার বাহিনীর সবচেয়ে বড় উন্মাদনার কেন্দ্রস্থল।
সোমবার রাতের এক ভাষণে তিনি এসব কথা বলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, প্রতিদিন শত শত রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনীয় অবস্থানের সামনের মাঠটি আক্ষরিক অর্থে দখলদারদের লাশে ভরাট হয়ে গেছে।
জেলেনস্কি আরও বলেন, সত্যিকারের শান্তি আলোচনায় রাশিয়াকে বাধ্য করতে হবে। রাশিয়া বারবার নিজেকে এ ধরনের আলোচনায় জড়াতে অনিচ্ছুক দেখিয়েছে।