সিনেটে হাড্ডাহাড্ডি প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা এগিয়ে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের (সিনেট ও প্রতিনিধি পরিষদ) নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

উচ্চকক্ষ সিনেটে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেনটেটিভস) রিপাবলিকানরা অনেকটা এগিয়ে রয়েছে। খবর এএফপি, এপি, বিবিসি ও রয়টার্সের।

মঙ্গলবারের নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোয় ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি রাজ্যের গভর্নর পদে ভোট হয়েছে। গভর্নর পদের প্রাপ্ত ফলাফলেও রিপাবলিকানরা সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এডিসন রিসার্চ পূর্বাভাস দিয়েছে-প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের পাঁচটি আসন রিপাবলিকানরা নিজেদের নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে। হাউজে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রিপাবলিকানদের জন্য এ পাঁচটি আসনই যথেষ্ট হবে। আর এর মাধ্যমে তারা বাইডেনের আইনি পরিকল্পনাকে পঙ্গু করে দিতে পারেন। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঘোষিত ফলাফলের মধ্যে ডেমোক্র্যাটদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয় হলো পেনসিলভানিয়ায়। গুরুত্বপূর্ণ এ সিনেট আসনে রিপাবলিকান প্রার্থীকে হারিয়েছেন দলটির নেতা জন ফেটারম্যান। ভোটের ফল ঘোষণার পরপরই হোয়াইট হাউজের মনোভাব চাঙা হচ্ছে। কারণ ভোটের পূর্বাভাসের তুলনায় ডেমোক্র্যাটরা অনেক ভালো করছেন। টুইটারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছেন। নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট নেতাদের তিনি ফোনে অভিনন্দন জানিয়েছেন।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যেতে পারে। দলটি আশা করছে-এর ফলে তারা বাইডেনের অগ্রাধিকারমূলক প্রকল্পে বাধা দিতে সক্ষম হবেন। কংগ্রেসের নিয়ন্ত্রণ যদি রিপাবলিকানরা নিতে পারেন তাহলে তারা চাইলে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতা আটকে দিতে পারবেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, একেবারে আটকে হয়তো দেবেন না রিপাবলিকানরা। হয়তো সহযোগিতার প্রবাহ হবে একটু ধীরগতির। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি আশা করছেন-তিনি পরিষদের স্পিকারের দায়িত্ব পেতে পারেন। তিনি বলেন-যখন আপনাদের ঘুম ভাঙবে আমরা হব সংখ্যাগরিষ্ঠ এবং ন্যান্সি পেলোসি হবেন সংখ্যালঘু। ইকুইটি ক্যাপিটলের প্রধান ম্যাক্রো অর্থনীতিবিদ স্টুয়ার্ট কোল বলেন, প্রেসিডেন্ট, কংগ্রেস ও রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ কর বৃদ্ধি, সরকারের ব্যয় সীমিত করে দিতে পারে। যার ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার খুব বেশি বাড়বে না।

নির্বাচনসংশ্লিষ্টরা বলছেন, প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের হাতছাড়া হয়ে গেলে মেয়াদের বাকি দুই বছর প্রেসিডেন্ট জো বাইডেনকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ডেমোক্র্যাটদের চাহিদা অনুযায়ী আইন পাশে বাধার মুখে পড়তে হবে তাকে। তবে এ নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ‘লাল ঢেউ’ হওয়ার সম্ভাবনা ম্লান হয়ে গেছে। এ নির্বাচনের আগে সিনেটে দুই পক্ষেরই ৫০টি করে আসন থাকলেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটের কারণে উচ্চকক্ষটির নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই ছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইভিএম বিভ্রাট : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য অ্যারিজোনায় বেশ কিছু ইলেকট্রনিক ভোট-কাউন্টিং মেশিনে (ইভিএম) সমস্যা দেখা দেয়। সেগুলোতে ব্যালটগুলো সঠিকভাবে সারিবদ্ধ ছিল না আর সেগুলো পড়া যাচ্ছিল না।

মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর ম্যারিকোপা কাউন্টির রেকর্ডার স্টিভেন রিচার সাংবাদিকদের জানান, অঙ্গরাজ্যটির সবচেয়ে জনবহুল কাউন্টির প্রায় ২০ শতাংশ ইলেকট্রনিক ভোট গণনা মেশিন ঠিকমতো কাজ করছে না, তাই সেগুলো ঠিক করার জন্য টেকনিশিয়ানদের কাজে লাগানো হয়েছে। ম্যারিকোপা কাউন্টি কর্মকর্তারা জানান, স্থানীয় সময় প্রায় ২টার দিকে অঞ্চলটির এক-চতুর্থাংশ ভোট কেন্দ্রের প্রায় ৬০টি মেশিনে সমস্যা দেখা দেয়। প্রিন্টার সেটিং পালটানোর পর ১৭টি ঠিক হয়।

অ্যারিজোনার রিপাবলিকান দলীয় গভর্নর প্রার্থী ক্যারি লেক ইলেকট্রনিক ভোট কাউন্টিং মেশিনের এ সমস্যাকে ইস্যু বানিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ‘ভোটার অ্যালার্ট’ জারি করেন। ব্যাপক ভোট জালিয়াতির মাধ্যমে ২০২০ সালের নির্বাচন তার কাছ থেকে চুরি করে নেওয়া হয়েছে বলে মিথ্যা অভিযোগ করেছিলেন ট্রাম্প, লেকও তার মতো একই অভিযোগ করেন। সন্ধ্যা ৭টার মধ্যে ভোট বন্ধ হওয়ার কথা থাকলেও রিপাবলিকানরা ভোটের সময় বাড়ানোর অনুরোধ জানায়। কিন্তু ম্যারিকোপা কাউন্টির এক বিচারক তা প্রত্যাখ্যান করেন। বিচারক বলেন, মেশিনে সমস্যার জন্য অন্তত একজন ভোটার ভোট দিতে পারেননি এমন কোনো প্রমাণ রিপাবলিকানরা দেখাতে পারেননি।

LEAVE A REPLY