খুলনায় শ্রমিক লীগের আহবায়ক ও সদস্য সচিবকে পিটিয়ে জখম

খুলনায় নতুন ঘোষিত মহানগর শ্রমিক লীগের আহবায়ক মো. হারুন অর রশিদ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামানকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাডাঙ্গা এমএ বারী সড়কের কাঁচাবাজার সংলগ্ন দারুল আমান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হারুনুর রশিদসহ অন্যরা দারুল আমান এলাকার সমাজকল্যাণ অফিসে অবস্থান করছিলেন।

এসময়ে দুর্বৃৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অফিসের ভিতরে ঢুকে হামলা চালায়।একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


                                                                      আহবায়ক মো. হারুন অর রশিদ

জানা যায়, সর্বশেষ ২০১৫ সালে সম্মেলনে কাশেম মোল্লাকে সভাপতি ও রনজিৎ কুমারকে সাধারণ সম্পাদক করে মহানগর শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা ছিল। এর মধ্যে কাশেম মোল্লা মারা যাওয়ার পর মোতালেব মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

গত ৮ নভেম্বর রাতে মো. হারুন অর রশিদকে আহবায়ক ও আসাদুজ্জামানকে সদস্য সচিব করে মহানগর শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সাবেক সাধারণ সম্পাদক রনজিৎ কুমার জানান, কমিটি গঠন নিয়ে এ হামলার ঘটনা ঘটেনি। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের আটক করা হবে।

LEAVE A REPLY