নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ক্যারিয়ারের শুরু থেকেই বিচিত্র চরিত্রে অভিনয় করে প্রশংসিত এ অভিনেতা। টিভি, ওটিটিসহ নানা মাধ্যমে নিয়মিত তার অভিনীত নাটক প্রচার হচ্ছে। তবে টেলিভিশন নাটকের চেয়ে এ অভিনেতা বর্তমানে ওটিটি প্ল্যাটফরমের কাজ নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। সর্বশেষ তিনি ‘পুনর্জন্ম ৩’ নামে একটি নাটকে অভিনয় করেন। নাটকটি প্রচারে আসার পর দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
তবে জনপ্রিয়তা এবং ব্যস্ততা থাকা সত্ত্বেও এ অভিনেতা আগের চেয়ে নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, গতানুগতিক গল্প ও চরিত্রের কারণেই নাটকে কম অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তার এ সিদ্ধান্ত টিভি নাটকের প্রযোজ্য। অন্যদিকে তিনি ব্যস্ত হচ্ছেন ওটিটি প্ল্যাটফরমে। এরই মধ্যে ‘কাইজার’, ‘রেডরাম’, ‘সিন্ডিকেট’ নামের ওয়েব নাটকগুলোতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে এ অভিনেতার হাতে রয়েছে কয়েকটি ওয়েব ফিল্ম ও সিরিজের কাজ। সেগুলোর স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত আছেন তিনি।
এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমি সব সময়ই চেষ্টা করেছি ভিন্ন ধাঁচের চরিত্রে কাজ করতে। একটি চরিত্রের সঙ্গে আরেকটির যেন মিল না থাকে সে বিষয় নিয়ে সব সময়ই যত্নবান হওয়ার চেষ্টা করেছি। এখন কয়েকটি স্ক্রিপ্ট হাতে আছে। এগুলো নিয়ে ব্যস্ত আছি। শিগ্গির শুটিং শুরু করব।’ এ ছাড়া আফরান নিশো অভিনীত কয়েকটি একক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। এগুলো শিগ্গির অনলাইন মাধ্যমে প্রচার হবে বলে নির্মাতারা জানিয়েছেন।