পেনাল্টি মিস করে শিরোপা হারাল বাংলাদেশ

ছবিঃ মীর ফরিদ

ম্যাচের ৮৯ মিনিটের মাথায় পেনাল্টি মিস করে নারী অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা হল না বাংলাদেশের। জয়নব বিবির নেওয়া পেনাল্টি শট নেপালের গোলরক্ষক সুজাতা তামাং। আর এতেই শিরোপা জয়ের উৎসবে মাতে নেপালের মেয়েরা।

নেপাল ও ভুটানকে নিয়ে তিন দেশের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শিরোপার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে।

ভুটানের জালে  দুই ম্যাচে ১৭ গোল করা বাংলাদেশ পথ হারিয়েছে নেপালের বিপক্ষে।   প্রথম ম্যাচ ১-০ গোল হেরেছিল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্স আপ হয়েছে বাংলাদেশ।

শিরোপা জিততে এই ম্যাচে জয় দরকার ছিল বাংলাদেশের। এমন সমীকরণে খেলতে নেমে ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। বাংলাদেশি ডিফেন্ডার অনন্য মুরমু বক্সের ভেতর বল বিপদমুক্ত করতে না পারায় বাইরে থেকে শটের ভালো সুযোগ পান সুশীলা কেসি। তাঁর উড়িয়ে দেওয়া শট বাংলাদেশ গোলরক্ষক সংগীতা রানী দাসের মাথার ওপর দিয়ে জড়ায় জালে।

হতাশার প্রথমার্ধ শেষে দুই ডিফেন্ডারের কল্যাণে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বাংলাদেশ। ৫৪ মিনিটে জয়নব বিবির কর্নার থেকে অধিনায়ক রুমার হেড জালে জড়ালে খেলায় ফেরে স্বাগতিকেরা। এরপর ৮৯ মিনিটে পেনাল্টি নষ্ট করলেন জয়নব। ম্যাচের পর এতটাই ভেঙে পড়লেন দলের সহ অধিনায়ক যে বেশ কিছুদিন পর তাঁকে মাঠ থেকে তুলে আনতে এগিয়ে আসলেন অধিনায়ক রুমা আক্তার। দলের হতাশার চিত্র হয়ে রইল অধিনায়ক, সহ অধিনায়কের ভেঙে পড়ার এই দৃশ্য।

LEAVE A REPLY