রুশ সেনামুক্ত খেরসনে শহরবাসীর উল্লাস

রুশদের সাইনবোর্ড ছিঁড়ে ফেলছেন এক ইউক্রেনীয়-ছবি: সিএনএন

রাশিয়ার সেনা প্রত্যাহারের পর ইউক্রেনীয়রা গতকাল শুক্রবার খেরসন শহরে উল্লাসে মেতে ওঠে। শহরের ফ্রিডম  স্কোয়ারে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তারা এ সাফল্য উদযাপন করে। বিভিন্ন ভিডিওতে শহরের পথে মানুষের ভিড় দেখা যায়।

রুশ সেনা চলে যাওয়ার পর খেরসন শহরের পথে ইউক্রেনীয়দের উল্লাস করতে দেখা যায়।

তারা ‘ইউক্রেনের গৌরব! বীরদের গৌরব!’,‘ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর গৌরব!’ ইত্যাদি বলে আনন্দ করে।

রাশিয়া গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় বলেছে, তারা খেরসন থেকে ৩০ হাজার সেনাকে সরিয়ে নিয়েছে।

প্রায় ৫ হাজার সামরিক হার্ডওয়্যার এবং অস্ত্রশস্ত্রও সরিয়ে নেওয়া হয়েছে বলে রুশ বাহিনী জানিয়েছে।

ইউক্রেন দক্ষিণে ক্রিমিয়াসহ রাশিয়ার দখলকৃত সব ভূখণ্ড ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে। দক্ষিণের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া ২০১৪ সালে সংযুক্ত করে নেয়। ইউক্রেনের প্রতিরক্ষা উপদেষ্টা ইউরি সাক বিবিসিকে বলেন, ‘আমরা আমাদের ভূমি মুক্ত করব।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY