ফাইল ছবি
জি-২০ জোটের আসন্ন শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বনেতাদের সঙ্গে সম্মেলনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে উপস্থিত থাকবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান।
একই সময়ে একই সম্মেলনে উপস্থিত থাকলেও মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসার কোনো পরিকল্পনা নেই জো বাইডেনের।
জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আজ শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল শুক্রবার বলেছেন, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কাল রবিবার থেকে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। এর আগে বাইডেন মিসরে জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছেন। শুক্রবার সেখান থেকে তিনি কম্বোডিয়ার উদ্দেশে রওনা দেন।
কম্বোডিয়ায় বার্ষিক মার্কিন-আসিয়ান শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বাইডেন। সেখান থেকে তিনি ইন্দোনেশিয়ার বালিতে যাবেন।
সূত্র : রয়টার্স