যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে সিনেট দখলে লড়াই সমানে সমান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণের দৌড়ে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। সিএনএন জানিয়েছে, অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মার্ক কেলি।

সিনেটে ডেমোক্র্যাটদের দখলে এখন ৪৯টি আসন। ওই রাজ্যে প্রত্যাশিত জয়ে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার আরো কাছাকাছি চলে গেল জো বাইডেনের দল।

সিনেটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রিপাবলিকানদের দখলে ৪৯টি আসন, ডেমোক্র্যাটদেরও ৪৯টি। ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে যেকোনো দলের ৫১ আসন লাগবে।  

অবশিষ্ট আসনের মধ্যে দুটিতে জয় পেলেই ক্ষমতাসীনরা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে।  

বিবিসি জানিয়েছে, জর্জিয়ায় সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ৬ ডিসেম্বের দ্বিতীয় দফায় ভোট হবে।

নেভেদা ও জর্জিয়ার ফল বাকি রয়েছে। ওই দুই রাজ্যের ফল যার ঘরে ঢুকবে, তারা সিনেটের নিয়ন্ত্রণ পাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সিনেটের নিয়ন্ত্রণে বাইডেনদের দখলেই যাচ্ছে।

অন্যদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে রয়েছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ২০৩টি আসনে এবং রিপাবলিকানরা ২১১টিতে। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY