রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, স্বীকার করলেন বার্লিনে ব্রিটিশ দূতাবাসের প্রহরী

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির রাজধানী বার্লিনে ব্রিটিশ দূতাবাসের একজন নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়েছে বছর খানেক আগে। সম্প্রতি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারও শুরু হয়েছে।  

বিবিসি জানিয়েছে, রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচারসহ মোট আটটি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে; সরকারি গোপনীয়তা আইনে অভিযুক্ত করা হয়েছে তাকে।  

পটসডামে বসবাসকারী ব্রিটিশ নাগরিক ডেভিড ব্যালেন্টিন স্মিথ বার্লিনের ব্রিটিশ দূতাবাসের প্রহরী হিসেবে কাজ করতেন।

সম্প্রতি তাকে জার্মানি থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে।  

এর আগে, রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির পুলিশ ডেভিড ব্যালেন্টিনকে ২০২১ সালে আগস্টে আটক করে।

স্মিথ তার বিরুদ্ধে আনীত আরো ৭টি অভিযোগ স্বীকার করেছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে, শত্রু দেশের জন্য বিশেষ করে রাশিয়ার কাছে গুরুত্ব বহন করে এমন তথ্য ও বস্তু সংগ্রহ করা এবং ব্রিটিশ দূতাবাসের নকশা রাশিয়ার কাছে হস্তান্তর করা।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY