ফাইল ছবি
দেশের মাটিতে এশিয়া কাপ ব্যর্থতার পর ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফর উপলক্ষে আজ শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তার ও পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস ।
এই সফরে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি আর তিন ম্যাচের ওয়ানডে খেলবে।
২ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি। ৪ ডিসেম্বর ডানেডিনে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ হবে ৭ ডিসেম্বর কুইন্সটাউনে। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ।
১১ ডিসেম্বর ওয়েলিংটনে প্রথম ওয়ানডে। ১৪ ডিসেম্বর নেপিয়ারে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ১৭ ডিসেম্বর হ্যামিল্টনে তৃতীয় ম্যাচ দিয়ে সফর শেষ হবে নারী দলের। আগামী ২৪ ডিসেম্বর নিগার সুলতানার নেতৃত্বে দেশ ছাড়ার কথা আছে টাইগ্রেসদের। দুই সংস্করণের জন্য একই দল ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, মারুফা আক্তার, রাবেয়া খান, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস।