আরিয়ান খানের জন্মদিনে অনন্যার মিষ্টি শুভেচ্ছা বার্তা

অনন্যা পান্ডে ও আরিয়ান খান

শাহরুখ পুত্র আরিয়ান খানের জন্মদিন আজ। ১৯৯৭ সালের ১৩ নভেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন এই তারকা পুত্র। বাবা বিখ্যাত অভিনেতা হওয়ায় ছোটবেলা থেকেই মিডিয়ার লাইম লাইটে ছিলেন আরিয়ান। তাকে ঘিরে ভক্ত অনুরাগীদের আগ্রহ অন্যান্য স্টারকিডদের তুলনায় অনেক বেশি।

বলিউডে পদার্পণের আগেই তুমুল জনপ্রিয়তা পাচ্ছেন আরিয়ান খান।  

জন্মদিনে আরিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাহুরুখ খান ও মা গৌরি খান। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের নামকরা তারকারা। এছাড়াও আরিয়ানের বন্ধু ও শুভাকাঙ্খীরাও তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। সেই তালিকায় অনন্যা পান্ডেও রয়েছেন।  

kalerkantho

একসঙ্গে অনন্যা ও আরিয়ান (পূর্বের ছবি)

শাহরুখ খান এবং গৌরী খানের সন্তান সুহানা খান এবং আরিয়ান খান দুজনেই চাংকি পান্ডের কন্যা অনন্যা পান্ডের ভালো বন্ধু। সুহানা, আরিয়ান এবং অনন্যা ছোটবেলা থেকেই একে অপরের সঙ্গে বেড়ে উঠেছে। অনন্যা প্রায়ই সুহানার সাথে নিজের ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আরিয়ান খানের ছবি দেখা বিরল। এই কারণেই অনন্যা পান্ডে বন্ধু আরিয়ানের জন্মদিনে তাঁর সাথে শৈশবের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

kalerkantho

অনন্যা পান্ডে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আরিয়ানের জন্য একটি বিশেষ জন্মদিনের শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। তিনি তাদের ছোটবেলার একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন যেটিতে তাকে এবং আরিয়ানকে দেখা যাচ্ছে। ছবিতে আরিয়ানকে লাল টি-শার্টে দেখা যাচ্ছে এবং অনন্যাকে একটি সুন্দর গোলাপী ফ্রকে দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে অনন্যা লিখেছেন যে, তিনি শিশু আরিয়ানকে মিস করেন এবং আরিয়ানকে তাঁর প্রথম এবং সেরা বন্ধু বলেও অভিহিত করেছেন অনন্যা।  

এদিকে কিছুদিন আগেই রাগ অভিমান ভুলে অনন্যার জন্মদিনের পার্টিতে যান আরিয়ান খান। এর আগে দীর্ঘদিন তিনি অনন্যাকে এড়িয়ে চলেছেন বলে গুঞ্জন ছিল। ধারণা করা হচ্ছে, কফি উইথ করণের একটি বিশেষ এপিসোড এর জন্য দায়ী। কারণ, ওই বিশেষ এপিসোডে অনন্যা জানিয়েছিলেন, তিনি ছোটবেলা থেকেই নিজের বন্ধু সুহানা খানের দাদা আরিয়ানকে পছন্দ করেন। সরাসরি আরিয়ান খানকে নিয়েই করণ জোহর প্রশ্ন করেছিলেন অনন্যাকে। তিনি এককথায় স্বীকার করে নেন যে শাহরুখপুত্রকে বরাবরই ভালো লাগত তাঁর। এর পর থেকেই নাকি অনন্যার সঙ্গে বেশি কথা বলেননি আরিয়ান। এড়িয়ে গেছেন বেশ কয়েকটি পার্টিতে। এমনকি গত মাসে বলিউড পার্টিতে অনন্যাকে দেখতে পেয়েও মুখ ঘুরিয়ে নিতে দেখা গিয়েছিল আরিয়ানকে। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। তবে সেই অভিমানের বরফ গলেছে আরিয়ানের। আর এ কারনেই অনন্যার জন্মদিনের ডিনার পার্টিতে হাজির হয়েছিলেন আরিয়ান খান।

সূত্র : পিঙ্কভিলা

LEAVE A REPLY