সৌরভের পক্ষে মামলা করে উল্টো জরিমানা গুনলেন আইনজীবী!

সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে ‘ষড়যন্ত্র করে সরানো’র অভিযোগ তুলে এক আইনজীবী অতি উৎসাহী হয়ে মামলা করেছিলেন আদালতে। সেই মামলা এবার খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে মামলাকারীকে জরিমানা করা হয়েছে। কারণ শুনানিতে সৌরভের আইনজীবী গিয়ে বলেছেন, ষড়যন্ত্রের কোনো ঘটনা ঘটেনি।

বিসিসিআই সভাপতি না হওয়া নিয়ে কোনো আপত্তি নেই সৌরভের।

এই মামলাটি করেছিলেন রমাপ্রসাদ সরকার নামের এক আইনজীবী। আজ সোমবার সেই মামলার শুনানি ছিল। সেখানে কেন্দ্রীয় সরকার জানায়, বিসিসিআই একটি স্বাধীন সংস্থা। সঠিক পদ্ধতিতে সভাপতি নির্বাচন করার অধিকার তাদের আছে। তাই এ বিষয়ে কোনো জনস্বার্থ মামলা আদালত গ্রহণ করতে পারেন না। আদালতে উপস্থিত ছিলেন সৌরভের আইনজীবীও। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভের তিন বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। তিনি সাফল্যের সঙ্গে নিজের কাজ করেছেন। ’

প্রধান বিচারপতি প্রশ্ন করেন, নির্বাচনের মাধ্যমে কি বিনিকে সভাপতি পদে নিয়োগ করা হয়েছে? জবাবে সৌরভের আইনজীবী বলেন, ‘হ্যাঁ। নির্বাচনের মাধ্যমেই নিয়োগ করা হয়েছে। দ্বিতীয়বার নির্বাচনে আর মনোনয়ন জমা দেননি তিনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিনি। তার প্রতি সৌরভের পূর্ণ সমর্থন আছে। ’ এরপর প্রধান বিচারপতি বলেন, যার পক্ষে এই মামলা তারই কোনো অভিযোগ নেই। তাই মামলা খারিজ।

কিন্তু এখানেই ঘটনার শেষ হয়নি। এরপর প্রধান বিচারপতি সৌরভের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘যেহেতু আপনার বিষয়ে মামলা করা হয়েছে, তাই আপনি কি চান এই মামলায় মামলাকারীকে জরিমানা করা হোক?’ জবাবে সৌরভের আইনজীবী ‘না’ বললেও মামলাকারী রমাপ্রসাদকে ২৫ হাজার রুপি জরিমানা করেন হাইকোর্ট। লিগ্যাল সার্ভিস অথরিটিকে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতি উৎসাহী হয়ে বেচারা রমাপ্রসাদ নিশ্চয়ই বোকা বনে গেছেন।

LEAVE A REPLY