এবার আইপিএলে নাম লেখাতে চান বিশ্বকাপজয়ী রশিদ

ছবি : এএফপি

ভারতের দীর্ঘ শিরোপা খরার পেছনে দায়ী করা হচ্ছে আইপিএলকে। বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএলের টাকার ওড়াউড়ির কারণে ক্রিকেটাররা আর জাতীয় দলে খেলার উৎসাহ পাচ্ছেন না।  এদিকে পাকিস্তানকে হারিয়ে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য আদিল রশিদ এবার আইপিএলের নিলামে নাম লেখাতে চান। যিনি গতকাল ২২ রানে ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সংবাদ সংস্থা পিটিআইকে রশিদ বলেন, ‘এ বছর আমি আইপিএল নিলামের জন্য নাম জমা দেব। ’ আইপিএলের কোনো দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না―এমন প্রশ্নে তিনি ‘না’ বলেছেন। রশিদ এর আগে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র চারটি উইকেট নিলেও অত্যন্ত কৃপণ বোলিং করেন।

টুর্নামেন্টে মাত্র ২ ওভার বল করা মইন আলীকে বাদ দিলে ইংল্যান্ড শিবিরের সবচেয়ে ভালো ইকনমি রেট আদিলেরই। তিনি ওভারপ্রতি মাত্র ৬.১২ রান খরচ করেছেন। সুপার টুয়েলভের শেষ ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল, ইংল্যান্ডের শেষ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত বোলিং করেন রশিদ। তার এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই আকৃষ্ট করবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের।

LEAVE A REPLY