তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৮, সন্দেহভাজন হামলাকারী আটক

তুরস্কের ইস্তাম্বুলে তাকসিম স্কয়ার এলাকায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে ঠেকেছে। সন্দেহভাজন একজন হামলাকারীকে এরই মধ্যে আটক করেছে পুলিশ।  

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিস্ফোরিত বোমাটি তিনি ফেলে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আনাদলু এজেন্সি জানিয়েছে, গতকাল স্থানীয় সময় রবিবার ইস্তিকলাল এভিনিউয়ে বোমা বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আটজন নিহত এবং ৮১ জন আহত হয়েছে।  

ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেছেন, রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণ ঘটেছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান হামলার ঘটনাকে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন। হামলায় একজন নারী সহায়তা করেছেন বলে মন্তব্য করেছেন তিনি।

সূত্র : আনাদলু এজেন্সি

LEAVE A REPLY