মুক্ত খেরসন সফর করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি

সেনাদের সঙ্গে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি-ছবি: রয়টার্স

ইউক্রেনীয় সেনারা মুক্ত করার কয়েকদিন পর প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সোমবার খেরসন শহর পরিদর্শন করেছেন। তিনি শহরটিতে এসে সমবেত হওয়া সেনাদের সঙ্গে কথা বলেছেন।

 জেলেনস্কি বলেন, ইউক্রেন ‘এগিয়ে যাচ্ছে’ এবং ‘এখন শান্তির জন্য প্রস্তুত’।

আক্রমণের প্রাথমিক দখলে পর্যায়ে নেওয়া খেরসন হারানো রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা।

মস্কো শহরটিকে বেআইনিভাবে অধিভুক্ত করা খেরসন অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র হিসাবে ঘোষণা করেছিল। এটি ছিল রাশিয়ার দখল করা ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী।

সম্প্রতি ইউক্রেনের বাহিনী দেশের দক্ষিণে সাফল্য লাভ করতে শুরু করে। দিনিপ্রো নদীর ধারে খেরসনের দিকে অগ্রসর হয় এবং রাশিয়ার বাহিনীকে ক্রমবর্ধমান চাপের মধ্যে ফেলে। অবশেষে রুশ বাহিনী সেখান থেকে প্রত্যাহার করে এবং ইউক্রেনীয় সেনারা শুক্রবার শহরে প্রবেশ করে।

 এদিকে জেলেনস্কির সফরের পর পর সোমবার মস্কো বলেছে, খেরসন এখনো রাশিয়ার রয়েছে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY