পররাষ্ট্রমন্ত্রী লাভরভের অসুস্থতার খবর উড়িয়ে দিল মস্কো

রাশিয়া সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে হৃদরোগের কারণে ইন্দোনেশিয়ার বালিতে হাসপাতালে ভর্তি করার খবরের সত্যতা সোমবার অস্বীকার করেছে। জি-২০ সম্মেলন উপলক্ষে লাভরভ বালি গিয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘লাভরভ সাহেব এবং আমি ইন্দোনেশিয়ার এ খবরটি পড়ছি। আমরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছি না।

এ থেকে মনে হচ্ছে,তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। (হাসির আইকন) এটি আসলেই ভুয়া খবরের সর্বোচ্চ মাত্রা। বেশ একটি বৈশ্বিক বিশেষ খবরের জন্য অপেক্ষা করুন। ’

তারপরে মারিয়া জাখারোভা একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে, দৃশ্যত সুস্থ চেহারার সের্গেই লাভরভ একটি টেবিলে বসে আছেন। দৃশ্যটির ভিডিও একটি হোটেলে তোলা হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস-ও লাভরভের হাসিমুখের একটি সেলফি পোস্ট করেছে। তাস বলেছে, মন্ত্রীই তাদের ছবিটি সরবরাহ করেছিলেন।

 ক্রেমলিন আগেই জানিয়েছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আয়োজিত জি-২০ সম্মেলনে যোগ দেবেন না। তার বদলে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন। সূত্র: বিবিসি

LEAVE A REPLY