সংঘাত এড়ানোর আশাবাদ বাইডেন ও শি’র

US President Joe Biden (R) and China's President Xi Jinping (L) meet on the sidelines of the G20 Summit in Nusa Dua on the Indonesian resort island of Bali on November 14, 2022. (Photo by SAUL LOEB / AFP)

জি ২০ সম্মেলনের পার্শ্বরেখায় বৈঠকের আগে হাত মেলান শি ও বাইডেন-ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট জো বাইডেন এবং শি চিনপিং সোমবার আশা প্রকাশ করেছেন, তাদের দুই দেশ ক্রমবর্ধমান মতপার্থক্য যথাযথভাবে নিয়ন্ত্রণ করে সংঘাত এড়াতে পারবে। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এটাই দুই দেশের শীর্ষ নেতাদের প্রথম সাক্ষাত।

তাইওয়ান এবং অন্যান্য ইস্যুতে কয়েক মাসের উত্তেজনার পরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আগে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকে বসেছেন বাইডেন ও শি। বৈঠকের আগে নিজেদের দেশের পতাকার সামনে হাত মেলান দুই নেতা।

বাইডেন টেবিলে শির মুখোমুখি বসে বলেন, ‘বেইজিং এবং ওয়াশিংটন যে নিজেদের পার্থক্যগুলোর সুব্যবস্থাপনা করতে পারে এবং প্রতিযোগিতাকে সংঘাতে পরিণত হওয়া ঠেকাতে পারে বিশ্বকে তা দেখানোর জন্য দায়িত্ব তাদের উভয়ের। ’

বাইডেনকে শি চিন পিং এ সময় বলেন,  ‘বিশ্ব ‘একটি ক্রান্তিলগ্নে পৌঁছেছে। …বিশ্ব আশা করে, চীন এবং যুক্তরাষ্ট্র সঠিকভাবে পরস্পরের সম্পর্ক পরিচালনা করবে। ’

শি চিন পিং গত কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে শক্তিশালী নেতা। তিনি সম্প্রতি নজিরবিহীনভাবে তৃতীয় মেয়াদের জন্য  প্রেসিডেন্ট হয়েছেন। সূত্র: এএফপি

LEAVE A REPLY