আমির খানের সেই দার্শিল এবার নায়ক, মুক্তি পাচ্ছে নতুন সিনেমা

দার্শিল সাফারী

আমির খানের সুপারহিট সিনেমা ‘তারে জামিন পার’-এর সেই শিশু অভিনেতার কথা মনে আছে? দুর্দান্ত ও সাবলীল অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন সেই ছোট্ট শিশুটি। তাঁর নাম দার্শিল সাফারী। নিজের অভিষেক সিনেমায় জাদু দেখিয়ে বছরের বেশ কিছু সেরার পুরস্কারও নিজের দখলে করে নিয়েছিলেন দার্শিল। তবে এর পরই সব কিছু থেকে হারিয়ে যান অভিনেতা।

পরে বেশ কিছু কাজ করলেও সেভাবে বিগ বাজেটের সিনেমায় আসেননি দার্শিল।

kalerkantho

‘ক্যাপিটাল এ, স্মল এ’-সিনেমার পোস্টার

সম্প্রতি দার্শিলের নতুন একটি শর্টফিল্ম মুক্তি পাচ্ছে। ‘ক্যাপিটাল এ, স্মল এ’ নামের ফিল্মটি রোমান্টিক ঘরানার। অ্যামাজন মিনি টিভিতে ১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে এটি। মানুষের মতামত বা জনমত কিভাবে একজন ব্যক্তির জীবনকে অনিরাপদ এবং জটিল করে তুলতে পারে তা নিয়েই এ চলচ্চিত্র। অভিনেতা জানিয়েছেন, ব্যক্তিগত জীবনেও তাঁকে প্রতিটি বিষয়ে এভাবে উত্ত্যক্ত করা হয়েছিল এবং তামাশা করা হয়েছিল।

দার্শিল বলেন, ‘অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আমি এসবের মধ্য দিয়ে যাই। আমার উচ্চতা, দাঁত, সব কিছুর কারণে আমাকে নিয়ে মজা করা হয়। আমার দাঁত এক কিলোমিটার বাইরে, ছিঃ! এমন ব্যঙ্গাত্মক কথাও আমাকে শুনতে হয়েছে। ’

kalerkantho

দার্শিল সাফারী

‘তারে জামিন পার’ মুক্তির ১৫ বছর হয়ে গেছে এবং সিনেমাটি বলিউডের একটি অন্যতম সফল সিনেমা। এরপরে দার্শিল বেশ কয়েকটি টিভি শো, মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম করেছেন। তবে সেভাবে মিডিয়ার নজরে আসেননি। কিন্তু যখনই তাঁর সাথে কথা বলা হয়েছে, তিনি প্রায় সময়ই তাঁর প্রথম সিনেমা নিয়েই মগ্ন থেকেছেন। সিনেমাটি সম্পর্কে অভিনেতা বলেন, আজও লোকেরা এই সত্যটি মেনে নিতে চায় না যে আমি এখন ২৫ বছর বয়সী যুবক। কারণ আমার শৈশবের ছবি তাদের মনে এখনো তাজা। আমি এ ধরনের একটি কাজে জড়িত হতে পেরে সব সময় কৃতজ্ঞতা অনুভব করি। বয়স নিয়ে ভাবি না। অভিনয় করতে ভালোবাসি, তাই করেছি। ’

দার্শিল আরো জানিয়েছেন, ‘তারে জামিন পার’ সিনেমাটি তাঁকে এবং তাঁর ক্যারিয়ারকে দর্শকদের সাথে সংযুক্ত করে দিয়েছে। অনেকের প্রতিক্রিয়া তাঁকে সত্যিই আবেগী করেছে। দাদা-দাদির বয়সী মানুষ তাঁর কাছে এসে তাঁর সামনে কেঁদেছেন। এমনকি তিনি নিজেও কেঁদেছেন।

kalerkantho

নিজের অভিনয় প্রসঙ্গে দার্শিল বলেন, ‘আমি আমার বাকি জীবন অভিনয় করতে চাই। আমাকে দর্শকদের এমন কিছু দিতে হবে যা তারা মনে রাখবে। ’ এর আগে দার্শিল এক সাক্ষাৎকারে গণমাধ্যম ইটাইমসকে বলেছিলেন, তিনি সারা আলী খান ও জাহ্নবী কাপুরের সাথে কাজ করতে চান। ’

সূত্র : ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY