আর্জেন্টিনার জয়ের জন্য বুড়িগঙ্গায় তৌসিফের মোনাজাত

নাটকের দৃশ্যে মোনাজাত

শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা বেড়েই চলেছে। বিশ্বকাপের উত্তাপের আঁচ এদেশে লেগেছে বহু আগেই। বাংলাদেশে মূলত আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকই বেশি।

দেশের নাটক ইন্ডাস্ট্রিতে তাই আর্জেন্টিনা-ব্রাজিল আঁচ এবার যেন একটু বেশিই লেগেছে।  এবারের বিশ্বকাপে বেশকিছু নাটক নির্মাণ করা হয়েছে। যার উপজীব্য বিষয় আর্জেন্টিনা ব্রাজিল।

আর্জেন্টিনা ও ব্রাজিল সাপোর্টারদের মজার সব ঘটনা নিয়ে নির্মাতা মুহাম্মদ মিফতাহ্ আনান তৈরি করলেন নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। নাটকে আর্জেন্টিনার ‘ডাই হার্ট ফ্যান’ হয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর ব্রাজিলের সাপোর্টার হয়েছেন ফারহান আহমেদ জোভান।

তৌসিফ, জোভান ছাড়াও নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানজানা সরকার রিয়া। আরও আছেন হারুন অর রশিদ, সিয়াম, আনোয়ার, সানী প্রমুখ।

kalerkantho

নাটকের দৃশ্য 

গল্প প্রসঙ্গে মুহাম্মদ মিফতাহ্ আনান বলেন, ‘তৌসিফ আর জোভানপুরান ঢাকার দুই বন্ধু। একজন আর্জেন্টিনা আরেকজন ব্রাজিল সাপোর্টার। কে কাকে হারাবে, কে কত বড় সাপোর্টার সেই প্রমাণ দিতে তারা বিভিন্ন পাগলামি করতে থাকে। যেমন পতাকা টাঙানো, বাজি ধরা, মিছিল করা, হাতাহাতি, মিলাদ-মোনাজাত করা, গাধার পিঠে ওঠা ইত্যাদি। একটা সময় কারা বড় ফ্যান প্রমাণ দিতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি টুর্নামেন্টের আয়োজন হয়। সেটা নিয়েও বিভিন্ন সার্কাজম ঘটতে থাকে। ’

‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’ পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে।    

২৫ নভেম্বর একটি বেসরকারি টিভিতে প্রচার হবে নাটকটি।

LEAVE A REPLY