ফ্র্যাঞ্চাইজি হকির শিরোপা লড়াই আজ

বিশ্বকাপ ক্রিকেটের মাঝেও হকির উন্মাদনা ছড়িয়ে হকি চ্যাম্পিয়নস ট্রফি আজ ফাইনালের মঞ্চে। মাঠের খেলা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর প্রত্যাশা ছাপিয়ে গেছে, তা ফাইনালের লাইনআপেই স্পষ্ট। একমি চট্টগ্রাম আসরের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে আসছিল। কিন্তু মোনার্ক পদ্মা শুরুতে যেমন হারের বৃত্তে ছিল তাতে দলটির ফাইনালে ওঠার পক্ষে খুব উচ্চবাচ্য শোনা যায়নি।

তাই দল দুটির শিরোপা লড়াইয়েও আগে থেকে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের আভাস একমির অধিনায়ক রেজাউল করিমের কথায়ও, ‘আমাদের দেবিন্দার বাল্মীকি আছে। ও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ান খেলোয়াড় গোভার্স আসার পর মোনার্কও বদলে গেছে। সে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। দুই দলই তাই সর্বোচ্চ শক্তি দিয়ে আজ ঝাঁপাবে শিরোপার জন্য। ’

মোনার্কের অধিনায়ক ইমরান হাসানও সমীহ করছেন প্রতিপক্ষকে, ‘ওদের এক দেবিন্দার নয়, প্রতিটা জোনেই ভালো সেটআপ। শক্তিশালী দল ওরা। তবে ওদের কাছে ৭-১ গোলে হারার পর আমরা ৪-৩ গোলে জিতেছিও। নিজেদের ওপর তাই আস্থা আছে। আমাদের ছন্দঃপতন হয়েছিল, কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। ’ প্রথম পর্বের ১০ ম্যাচে ছয় জয় তিন হার ও এক ড্র নিয়ে টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার খেলে একমি। মোনার্ক পাঁচ জয়, চার হার ও এক ড্রয়ে চতুর্থ হয়ে খেলে এলিমিনেটর। এরপর কোয়ালিফায়ারে হারায় রূপায়ণকে।

LEAVE A REPLY