ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো -ছবি:এএফপি
ইন্দোনেশিয়ায় বৈঠকে মিলিত হওয়া জি-২০ জোটের বিশ্ব নেতারা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের নিন্দা জানিয়ে বুধবার একটি যৌথ ঘোষণা প্রকাশ করেছেন।
আগের দিন প্রকাশিত খসড়া থেকে এ আভাসই পাওয়া গিয়েছিল। এর ফলে রাশিয়ার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পেল বলে মনে করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধে হাজার হাজার লোক নিহত হয়েছে।
এছাড়া এটি বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করেছে।
ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ শীর্ষ সম্মেলন বুধবার নেতাদের বিবৃতি দিয়ে শেষ হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের বিরুদ্ধে রুশ ফেডারেশনের আগ্রাসনের তীব্রতম ভাষায় দুঃখ প্রকাশ করা হচ্ছে। এছাড়া ইউক্রেনের ভূখণ্ড থেকে সম্পূর্ণ এবং নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। ’
শীর্ষ সম্মেলনের সমাপ্তির পর দেওয়া বক্তব্যে স্বাগতিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্ব নেতারা সম্মেলনের ঘোষণার বিষয়বস্তুতে একমত হয়েছেন যা হচ্ছে ইউক্রেনের যুদ্ধের নিন্দা যেটি এর আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে।
তবে যৌথ ঘোষণায় ব্যবহূত কিছু ভাষা ইউক্রেন সংক্রান্ত বিষয়গুলোতে জোট সদস্যদের মধ্যে মতবিরোধের দিকেও ইঙ্গিত করেছে। সূত্র: সিএনএন