মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ছবি- কালের কণ্ঠঅ-অঅ+
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্ম ও মৃত্যু দিবস জাতীয় পর্যায় পালনের আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পার্টির পক্ষ থেকে ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ আহ্বান জানানো হয়।
আজ বৃহস্পতিবার মওলানা ভাসানীর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান ফিরোজ, সংগঠক মীর রেজাউল আলম, মোহাম্মদ তারেকসহ টাঙ্গাইলের স্থানীয় নেতারা। তারা পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় ভাসানীকে স্বাধীনতার স্বপ্নপুরুষ আখ্যায়িত করে পার্টির নেতা আকবর খান বলেন, ‘মওলানা ভাসানী ও বাংলাদেশ এক অবিচ্ছিন্ন সত্তা। এই দেশের নিপীড়িত মজলুম মানুষের কণ্ঠস্বর। তাঁর রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নিতে জুলুমের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করতে হবে। ‘