রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর আজ পর্যন্ত টানা ২৬৭ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
এরই মধ্যে ফের ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ সময় ইউক্রেনের সেনারা রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে তাদের দাবি।
এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, এটি সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় সেনারা ৫ রুশ সেনাকে হত্যার ভিডিও ফুটেজ। খবর এনডিটিভির।
ইউক্রেনের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রুশ সেনারা সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে প্রবেশের চেষ্টা করছে। এ সময় ইউক্রেনীয় সেনারা এক এক করে পাঁচ রুশ সেনাকে হত্যা করে।
ভিডিওতে আরও দেখা গেছে, রুশ সেনারা দৌড়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু তারা গুলিবিদ্ধ হয়।
এক মিনিট দুই সেকেন্ড দীর্ঘ ভিডিওটির ক্যাপশনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, রাশিয়ানরা, আমরা তোমাদের দেখছি। এমনকি অন্ধকারেও। ইউক্রেন ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত তোমরা শান্তি পাবে না।