‘অর্থ দিয়ে নয়, অন্যভাবে ঐন্দ্রিলার পাশে আছেন অরিজিৎ’

অরিজিৎ সিং ও ঐন্দ্রিলা শর্মা

টানা ১৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শুরু থেকেই অভিনেত্রীর শয্যাপাশে ছিলেন অভিনেত্রীর কাছের মানুষ সব্যসাচী চৌধুরী। বিপদে-আপদে সব সময় নিজের উপস্থিতি রেখেছেন এই অভিনেতা।

স্বাস্থ্যের পাশাপাশি তিনি যে অভিনেত্রীর সম্মানেরও খেয়াল রাখছেন, সেটি আবারও প্রমাণ করলেন সব্যসাচী।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত সব্যসাচী। নিজের পোস্টে সাফ জানিয়ে দিলেন, কারো কাছ থেকে অর্থ সাহায্য নিচ্ছে না ঐন্দ্রিলার পরিবার। তাঁর পারিবারিক সামর্থ্য রয়েছে চিকিৎসা করানোর। আর তাই এই বিষয় নিয়ে খামাখা আলোচনা করা অর্থহীন বলেই দাবি করলেন তিনি। হঠাৎ করেই গুজব রটে গিয়েছিল-গায়ক অরিজিৎ সিং নাকি ঐন্দ্রিলা শর্মার চিকিৎসার যাবতীয় খরচ দিতে চলেছেন। এই খবর যে একেবারেই সত্যি নয় তা বুঝিয়ে দিলেন সব্যসাচী চৌধুরী।  

kalerkantho

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

সব্যসাচীর কথায়, ‘চিকিৎসার খরচ নিয়ে লেখালেখি বন্ধ করা উচিত। পরিবারের সামর্থ্য অনুযায়ীই চিকিৎসা হবে। এখন অবধি কারো কাছে এক পয়সাও অর্থ সাহায্য চাওয়া হয়নি। কারো থেকে এক পয়সাও গ্রহণ করা হয়নি। তাই এটা নিয়ে লেখা মানে ঐন্দ্রিলাকে অপমান করা। তাঁর পরিবারকে ছোট করা। ’

তবে অরিজিৎ সিং যে ঐন্দ্রিলা এবং তাঁর পরিবারকে সাহায্য করছেন এই খবর সম্পূর্ণ মিথ্যা নয়। সেটাও জানিয়ে দিলেন সব্যসাচী। অর্থ সাহায্য নয়, মানসিকভাবে মেয়েটির পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ। ঐন্দ্রিলার পরিবার সূত্রের খবর অনুযায়ী, যে নতুন নিউরো টিম ঐন্দ্রিলাকে দেখছে তাকে রেকমেন্ড করেছেন অরিজিৎ সিং। সব্যসাচী জানান, গত দুই দিনের নেগেটিভিটির মাঝে একটা মাত্র মানুষ আমায় কিছু তথ্য দিয়ে প্রথম আলোর দিশা দেখায়। যাঁর সঙ্গে সারা দিন নির্দ্বিধায় চিকিৎসা নিয়ে আলোচনা করি। তিনি অরিজিৎ সিং।  অর্থ দিয়ে নয়, অন্যভাবে সব সময় ঐন্দ্রিলার পাশে আছেন অরিজিৎ। ’

kalerkantho

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

সম্প্রতি অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও ঐন্দ্রিলার চিকিৎসার খরচের সাহায্য নিয়ে এক পোস্ট দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সব্যসাচী নিজের স্ট্যাটাসের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে এ ধরনের পোস্ট ঐন্দ্রিলা এবং তাঁর পরিবারকে অসম্মান করে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেদিন তাঁর ব্রেনস্ট্রোক হয়েছিল। টানা ১৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। অভিনেত্রীর সুস্থতার জন্য নিয়মিত প্রার্থনা করছেন টলিউড তারকারা। সবার প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন ঐন্দ্রিলা।

সূত্র : এই সময়

LEAVE A REPLY