হ্যারি স্টাইলস এবং অলিভিয়া ওয়াইল্ড
জনপ্রিয় পপ তারকা হ্যারি স্টাইলস এবং অলিভিয়া ওয়াইল্ড তাঁদের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন। একাধিক সূত্র থেকে জানা গেছে যে হ্যারি স্টাইলস এবং অলিভিয়া ওয়াইল্ড তাঁদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারছেন না। প্রায় দুই বছর ডেটিং করার পর তারা এখন সম্পর্ক থেকে বিরতির পথে যাচ্ছেন।
‘পেজ সিক্স’-এর সূত্র অনুযায়ী, হ্যারি স্টাইলস এবং অলিভিয়া ওয়াইল্ড তাঁদের বিচ্ছেদ সত্ত্বেও ভালো বন্ধু হিসেবে রয়েছেন।
তাঁদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক তৈরি হয়নি। হ্যারি অলিভিয়াকে এখনো সম্মান করেন। এটি হ্যারির জন্য দীর্ঘতম একটি সম্পর্ক ছিল। তাই স্পষ্টতই এটা বোঝা যাচ্ছে যে তাঁদের মাঝে বিশেষ একটি বন্ধন রয়েছে। উভয়েই সেই সম্পর্ক বজায় রেখেছেন বলেও জানা গেছে।

হ্যারি স্টাইলস ও অলিভিয়া ওয়াইল্ড
একটি বিশেষ সূত্র মতে, দীর্ঘ দূরত্ব এই দুই তারকার সম্পর্কে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ২৮ বছর বয়সী গায়ক-অভিনেতা হ্যারি ও এবং ৩৮ বছর বয়সী অভিনেত্রী-পরিচালক অলিভিয়া দূরত্বের কারণেই তাদের সম্পর্ক থেকে সরে যাচ্ছেন। বছরের পর বছর হ্যারি বিভিন্ন দেশে নিজের সফর নিয়েই ব্যস্ত থাকেন। অপরদিকে অলিভিয়াকে নিজের চাকরি এবং বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই দুজনের চলমান সম্পর্কটি টিকিয়ে রাখা একরকম অসম্ভব বলেই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাঁদের উভয়ের জন্যই সঠিক সিদ্ধান্ত বলেও জানায় সেই সূত্রটি।

হ্যারি স্টাইলস ও অলিভিয়া ওয়াইল্ড
এদিকে অন্য একটি সূত্র থেকে জানা গেছে, হ্যারি তাঁর দক্ষিণ আমেরিকার ‘লাভ অব ট্যুর’ শুরু করেছেন এবং অলিভিয়া লন্ডনে যাচ্ছেন একটি তথ্যচিত্রের কাজ করতে। আগামী বছরগুলোতে নিজ নিজ কাজে ব্যস্ত শিডিউল রয়েছে দুজনের।
হ্যারি এবং অলিভিয়া ২০২১ সালের জানুয়ারিতে প্রথম রোমান্টিকভাবে প্রকাশ্যে এসেছিলেন। এই তারকা জুটি ‘ডোন্ট ওয়ারি ডার্লিং’-এর সেটে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছিলেন। পরবর্তী সময়ে ক্যালিফোর্নিয়ায় গ্র্যামিজয়ী সংগীতশিল্পীর ম্যানেজার জেফরি আজফের বিয়েতে একসঙ্গে যোগ দিয়েছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানে হ্যারি অলিভিয়াকে তাঁর ‘বান্ধবী’ হিসেবে উল্লেখ করেছিলেন বলে জানা যায়।
সূত্র : পিপল ডটকম