এই দশকের ‘সুপারস্টার’ সম্মাননায় ভূষিত হলেন রণবীর সিং

রনবীর সিং

এই দশকের সুপারস্টারের মুকুট পেলেন বলিউড তারকা রণবীর সিং। গত রাতে দুবাইয়ে ‘ফিল্মফেয়ার অ্যাচিভার্স নাইট অ্যাওয়ার্ড শো’তে রণবীর সিংকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

দুবাইয়ে আয়োজিত অনুষ্ঠানে রণবীর সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বাবা জগজিৎ সিং ভাবনানি এবং মা অঞ্জু ভাবনানি। গোটা পরিবারের জন্য একটি আবেগময় রাত ছিল এটি।

রণবীর তাঁর দশকের সুপারস্টার পুরস্কার সংগ্রহ করার জন্য মঞ্চে যাওয়ার আগে পিতা-মাতার পা স্পর্শ করে আশীর্বাদ নেন। তাঁর প্রতি বাবা-মায়ের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে রণবীর তাঁর মাকে উদ্দেশ করে চিৎকার করে বলেছিলেন, ‘মা, তুমি ১২ বছর আগে কাঁদছিলে এবং তুমি আবার কাঁদছ! দয়া করে আমাকে বলো, এগুলো খুশির কান্না! আমিও তোমার দিকে তাকিয়ে কান্না করে ফেলব, তাই প্লিজ থামো!’

kalerkantho

বলিউডে তাকে অভিষেক করানোর জন্য তাঁর বাবা যে বড় ভূমিকা পালন করেছিলেন, মঞ্চে তা শেয়ার করেন অভিনেতা। কথাগুলো বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিনেতা জানান, তাঁর পোর্টফোলিও করতে ৫০ হাজার টাকা খরচ হয়েছিল। সেই প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি দিয়েছিল যে এটি একটি বড় ফটোগ্রাফারের হাত দিয়ে করা একটি চমৎকার পোর্টফোলিও হবে। অভিনেতা তখন বাবাকে বলেন, ‘বাবা, ৫০ হাজার টাকার পোর্টফোলিও খুব ব্যয়বহুল।  তখন তাঁর বাবা তাকে বলেছিলেন, ‘তুমি চিন্তা কোরো না। তোমার বাবা এখানে বসে আছেন। ’

রণবীর সিং অশ্রুসিক্ত চোখে স্মরণ করেন সেই মুহূর্তগুলো। বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা বলেন, আজকে তাঁর এই অবস্থানে আসার সম্পূর্ণ অবদান তাঁর বাবা-মায়ের।

পুরস্কার গ্রহণের সময় তাঁর বক্তৃতায় ভিড়ের মধ্য থেকে একজন ভক্ত চিৎকার করে বলেছিল, ‘আপনি সেরাটাই প্রাপ্য!’ রণবীর হাসিমুখে সেই ভক্তকে ধন্যবাদ জানান। নিজের এই মূল্যবান পুরস্কার তিনি উৎসর্গ করেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে। তাঁর প্রতি বিশ্বাস এবং তাঁকে আবিষ্কার করার জন্য পুরস্কারটি উৎসর্গ করে অভিনেতা বলেন, ‘আদিত্য স্যার আমার ওপর ভরসা করেছিলেন, যখন সবাই নিষেধ করেছিল আমাকে নিতে। কিন্তু স্যার বলেছিলেন, আমি আমার পরবর্তী শাহরুখকে খুঁজে পেয়েছি। এভাবেই তিনি আমার জীবনকে নতুন পথ দেখালেন। ’

kalerkantho

undefined

রণবীরময় রাতে দুবাইয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তাঁর স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কারণ তিনি বর্তমানে হৃতিক রোশনের সঙ্গে তাঁর পরবর্তী চলচ্চিত্র ‘ফাইটার’-এর শুটিং করছেন। হেমা মালিনী, জাহ্নভি কাপুর, সানি লিওন, শেহনাজ গিল, ভূমি পেডনেকার, গোবিন্দ, মৌনি রায়, মানুষী চিল্লার, নার্গিস ফাখরি, উর্বশী রাউতেলা এবং তামান্না ভাটিয়ার মতো তারকারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY