সুনীল শেঠি, কে এল রাহুল ও আথিয়া শেঠি
মেয়ে আথিয়া শেঠি এবং ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার কে এল রাহুলের বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি। বেশ কিছুদিন ধরে ডেটিং করছেন আথিয়া ও রাহুল। গুঞ্জন ছিল-শিগগিরই গাঁটছড়া বাঁধবেন এই জুটি। সম্প্রতি এক ইভেন্টে বিষয়টি নিশ্চিত করেছেন সুনীল নিজেই।

সুনীল শেঠির সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘ধারাভি ব্যাঙ্ক’-এর উদ্বোধনী ইভেন্টের সময় অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাহুলের বিশ্বকাপের সময়সূচি শেষ হয়েছে। রাহুল-আথিয়ার বিয়ে কবে? সুনীল তখন বলেছেন, দ্রুতই হবে।
এর আগেও সুনীল বলেছিলেন, ‘রাহুল এবং আথিয়া দুজনই তাদের বিয়ে নিয়ে ভাবছে। ক্রিকেটার রাহুলের একাধিক আন্তর্জাতিক সফর রয়েছে এবং বিয়েটা কোনো এক দিনের অনুষ্ঠান নয়। ক্রিকেটের ব্যস্ত শিডিউলের মধ্যে মাত্র দুই দিনের বিরতিতে এই জুটি বিয়ে করতে পারবে না। বিয়ের জন্য দুজনেরই সময় ও অবসর প্রয়োজন। রাহুলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ব্যস্ততা শেষ হলেই বিয়ের বিষয়ে আলোচনা হবে। ’

আথিয়া শেঠি এবং কে এল রাহুল বেশ কয়েক বছর ধরে সম্পর্কের মধ্যে রয়েছেন এবং সম্প্রতি নিয়মিত একসঙ্গে সময় কাটাচ্ছেন। তাঁরা মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টও কিনেছেন। ভক্তরা তাঁদের পছন্দের এই জুটিকে বিয়ের পিঁড়িতে দেখার জন্য অপেক্ষা করছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া