জো জোনাস ও সোফি টার্নার
‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নারের কাছ থেকে অভিনয়ের পরামর্শ নিয়েছেন তাঁর স্বামী মার্কিন সংগীত তারকা জো জোনাস। সম্প্রতি নিজের স্ত্রী সোফি টার্নারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জো স্বীকার করেছেন যে তিনি তাঁর আসন্ন থ্রিলার চলচ্চিত্র ‘ডেভোশন’-এ অভিনয়ের আগে স্ত্রীর কাছ থেকে যথেষ্ট পরামর্শ ও সাহস পেয়েছেন। স্ত্রীর কাছ থেকে অভিনয়ের গুরুত্বপূর্ণ অনেক বিষয় শিখেছেন তিনি।
অভিনেতা বলেন, সিনেমাটিতে অভিনয়ের শুরুতে তিনি প্রাথমিকভাবে খুব নার্ভাস ছিলেন।
কিন্তু তাঁর স্ত্রী সোফি টার্নার যিনি একজন সুপরিচিত অভিনেত্রী, তাকে পুনরুজ্জীবিত করতে যথেষ্ট পরামর্শ দিয়েছেন এবং সাহস জুগিয়েছেন।
জো বর্ণনা করে বলেন, ‘সোফি আমাকে কিছু দৃশ্য দেখিয়ে সেটি করতে বলে এবং বারবার করতে বলে। তাঁর অভিনয় নির্দেশনা অসাধারণ। সৌভাগ্যবশত তাকে অভিনয় করতে দেখা সর্বদা আমার জন্য অনুপ্রেরণাদায়ক। ’

জো জোনাস ও সোফি টার্নার
ডেভোশনে মার্টি গুডের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি অত্যন্ত উৎসাহিত ছিলেন উল্লেখ করে জো বলেন, ‘গ্লেন পাওয়েল এবং জোনাথন মেজরসহ সমৃদ্ধিশালী তারকা কাস্ট রয়েছে সিনেমাটির। প্রত্যেকের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। সিনেমার গল্প এবং সহশিল্পীদের অভিনয় আমাকে মুগ্ধ করেছে। আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। ’
জ্যাক ক্রেন এবং জোনাথন স্টুয়ার্ট রচিত এবং জে ডি ডিলার্ড পরিচালিত ‘ডেভোশন’ একটি আমেরিকান জীবনীভিত্তিক যুদ্ধের চলচ্চিত্র। ২৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

জনপ্রিয় গীতিকার এবং সংগিতশিল্পী জো জোনাস ও সোফি টার্নার ২০১৯ সালে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। সোফি এই মুহূর্তে নিজের সংসার সামলানোতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। জো জোনাসের ভাই নিক জোনাস ও ভাবি প্রিয়াঙ্কা চোপড়াও সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া