কানাডা ও মরোক্কোর বিপক্ষে লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম

শতভাগ ফিট না হয়েও কাতার বিশ্বকাপে বেলজিয়ামের চূড়ান্ত দলে জায়গা পান রোমেলু লুকাকু। তবে হ্যামেস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি ফিট হতে পারেননি এই ফরোয়ার্ড। যে কারণে বিশ্বকাপে বেলজিয়ামের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।

আগামী ২৪ নভেম্বর কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম।

২৭ নভেম্বর প্রতিপক্ষ মরোক্কো। এই দুই ম্যাচেই লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম। ১ ডিসেম্বর ক্রোয়েশিয়া ম্যাচে দেখা যেতে পারে তাকে।

বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লুকাকু। ১০২ ম্যাচে করেছেন ৬৮ গোল। তবে সম্প্রতি মাঠে পারফরম্যান্সে ভাটা পড়েছে ২৯ বছর বয়সী এই ফুটবলারের। এ মৌসুমে চেলসি থেকে ধারে ফিরেছেন ইন্টার মিলানে। চোটে বিপর্যস্ত লুকাকু সবমিলিয়ে খেলেছেন মাত্র ৫টি ম্যাচ।

আক্রমণভাগে লুকাকুর বদলি হিসেবে রবার্তো মার্তিনেজের প্রথম বাছাই মিচি বাতশুয়াই। মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এই ফরোয়ার্ডকে খেলিয়েছেন বেলজিয়াম কোচ। এএফপি

LEAVE A REPLY