ইউক্রেন যুদ্ধের নিন্দা করলেন অ্যাপেক নেতারাও

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে শনিবার সরব হয়েছেন এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতারা। এক বিবৃতিতে তাঁরা বলেন, আঞ্চলিক নেতাদের ‘বেশির ভাগই’ এ যুদ্ধের নিন্দা জানাচ্ছেন।

থাইল্যান্ডের ব্যাংককে আলোচনা শুরু হওয়ার দেড় দিন পর এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সংস্থার ২১ সদস্যের কাছ থেকে এ যৌথ ঘোষণা আসে। ঘোষণায় বলা হয়, ‘সংস্থার বেশিরভাগ সদস্য দৃঢ়ভাবে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে নিন্দা জানাচ্ছে এবং মনে করছে, এটি তীব্র মানব দুর্ভোগ তৈরি করছে ও বৈশ্বিক অর্থনীতিতে বিদ্যমান দূর্বলতা বৃদ্ধি করছে।

বিবৃতিতে পাশাপাশি এ-ও বলা হয়, ‘পরিস্থিতি এবং নিষেধাজ্ঞা নিয়ে আরো দৃষ্টিভঙ্গি ও ভিন্ন মূল্যায়ন রয়েছে। ’

বার্তা সংস্থা এএফপি বলেছে, শুধু জোটের নাম বাদে বিবৃতিটি জি২০ সম্মেলনের ঘোষণার সঙ্গে কার্যত পুরোপুরি মিলে যায়। এ অঞ্চলেরই ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জি২০- সম্মেলনের ঘোষণাটি দেওয়া হয় গত বুধবার। তবে, অ্যাপেকের বিবৃতিতে ‘মানব দুর্ভোগের’ বিষয়টিও তুলে ধরা হয়েছে। সূত্র: এএফপি

LEAVE A REPLY