আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক

নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও উপস্থাপক হিসাবে পরিচিত তমা মির্জা। সিনেমায় অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন।

মাঝে নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি। তবে সম্প্রতি আবারও ব্যস্ত হয়েছেন। কিছুদিন আগে নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* সম্প্রতি নতুন একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন। অভিজ্ঞতা কেমন ছিল?

** অভিনয় করা আমার কাজ। ভালো গল্প ও চরিত্রের কথা চিন্তা করে অভিনয় করি। এবার যে ওয়েব ফিল্মের শুটিং করেছি, খুব ভালো লেগেছে। কাজটি করতে গিয়ে অনেক মজা করেছি। আমার চরিত্রটিও বেশ চমৎকার। সব মিলিয়ে ভালোই অভিজ্ঞতা হয়েছে।

* নতুন ফিল্মের যে দুটি ছবি প্রকাশ করেছেন তাতে মনে হয়েছে আপনি একজন গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন। আসলে কি তাই?

** বিষয়টি এমন নয়। আসলে আমার চরিত্রের ব্যাখ্যা এখন দিতে চাই না। বিষয়টি চমক হিসাবেই থাক। সত্যিকার অর্থে এ ফিল্মটি কয়েকটি গল্প নিয়ে এগিয়ে যাবে। তার মধ্যে একটি গল্পের কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করেছি। এটিই বলতে চাই। বাকি বিষয় ফিল্মটি মুক্তি পেলে দর্শক দেখতে পারবেন। আশা করছি নিরাশ হবে না।

* এটা নিয়ে আপনার প্রত্যাশা কী?

** আমি যে কাজটিই করি তা খুব যত্ন নিয়েই করি। আমার একটি কাজ যদি দর্শকদের ভালো লাগে তবে নিজের কাছেও খুব আনন্দ লাগে। আর এখন তো ওয়েব মাধ্যমে অনেকটা প্রতিযোগিতা করে কাজ করতে হয়। বিষয়টি পজেটিভলি বলেছি, কার চেয়ে কে বেশি ভালো করতে পারে সে প্রতিযোগিতা। সেদিক থেকে এ ফিল্ম নিয়ে আমার প্রত্যাশা অনেক। ফিল্মটি দর্শক দেখতে পেলে আশা করি তাদের অনেক ভালো লাগবে।

* আপনার অভিনীত কয়েকটি সিনেমার শুটিং শুরু হয়েও বন্ধ রয়েছে। কারণ কী?

** আসলে গত কয়েক বছর কোনো কিছুই স্বাভাবিক অবস্থায় নেই। করোনা মহামারি, তারপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পাশাপাশি প্রোডাকশন হাউজেও কিছু সমস্যা ছিল। সব মিলিয়ে শুটিং শুরু করা যাচ্ছিল না। সে জন্য আমার কয়েকটি সিনেমার শুটিং বন্ধ রাখা হয়। এর মধ্যে ‘পাপকাহিনি’ নামে যে সিনেমার কাজ শুরু করেছিলাম সেটিও এখন বন্ধ, শুরু হওয়ার সম্ভাবনাও নেই। কারণ এ সিনেমার প্রযোজক মারা গেছেন। এ সিনেমার কাজ আদৌ শুরু হবে কি না জানি না। ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের সিনেমার শুটিং কবে শুরু হবে এখনো বলা যাচ্ছে না।

* প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছেন। কাজ শুরু করার কথা ছিল। কিন্তু সেগুলোও তো বন্ধ?

** হ্যাঁ, নাটক প্রযোজনার জন্য কথাও হয়েছিল। অভিনেতা তৌকীর ভাইয়ার সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত হয়েছিল একটি নাটকের কাজ নিয়ে। কিন্তু যে কোনো কারণে এখন নাটক নির্মিত হয়নি। এখন যেহেতু আমি অন্য কাজে ব্যস্ত আছি, তাই প্রযোজনার বিষয়টি আপাতত বন্ধ রেখেছি। তবে পরিস্থিতি বুঝে প্রযোজনা শুরু করব।

* বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলো। এবারের বিশ্বকাপ নিয়ে আপনার চাওয়া কী?

** বিশ্বকাপ খেলা নিয়ে নিজের ভেতর একটি খারাপ লাগা তৈরি হয়েছে। প্রিয় দলকে নিয়ে আমরা তর্কে মেতে উঠি এবং এ তর্ক এক পর্যায় অনেক দূর চলে যায়। খেলা মনকে আনন্দ দেয়। খেলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা যায়। অথচ এটি নিয়ে সম্পর্ক নষ্ট হতে দেখা যায়। এটা আমি চাই না। ব্যক্তিগতভাবে আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমি চাই এ টিম এবার ভালো খেলুক। বিশ্বকাপ তাদের হাতেই উঠুক।

LEAVE A REPLY