গোলশূন্য ড্র ক্রোয়েশিয়া-মরক্কোর ম্যাচ

ছবি: এএফপি

হাড্ডাহাড্ডি লাড়াই হয়েছে ক্রোয়েশিয়া ও মরক্কোর ম্যাচটি। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে ছিল আক্রমণ পাল্টা আক্রমণের হিড়িক। তবুও শেষ পর্যন্ত দু’দলই গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়। বুধবার (২৩ নভেম্বর) কাতার বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে দু’দলের লড়াই ছিল প্রায় সমানে সমান।

মাঝ মাঠকে প্রাধান্য দিয়ে খেলেছে দুই দল। নিজেদের রক্ষণ ভাহ সামলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল দেখার মতো। তবে ম্যাচের প্রমার্ধের ইনজুরি সময়ে ক্রোয়েশিয়াকে গোলবঞ্চিত করেছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

লুকা মদরিচের বাড়ানো বলে ছোট বক্স থেক শট নিয়েছিলেন নিকোলা ভ্লাসিচ।

কিন্তু গোলরক্ষক সেই বল ঠেকিয়ে দেন দুর্দান্তভাবে। না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারতো বর্তমান রানার্সআপরা।

দুই দলের একাদশ

মরক্কো: (৪২-৩-১) বোনো; মাজরাউই, সাইস, এগুয়ের্ড হাকিমি; আমরাবাত, আমাল্লাহ, উনাহি; জিয়েখ, এল-নেসিরি, বোফাল।

ক্রোয়েশিয়া: (৪-৩-৩) লিভাকোভিচ; সোসা, গাভারদিয়ল, লভরেন, জুরানোভিচ; মদ্রিচ, কোভাচিচ, ব্রোজোভিচ; পেরিসিচ, ক্রামারিচ, ভ্লাসিচ।এমকে 

LEAVE A REPLY