জার্মান দুর্গ কাঁপিয়ে ২ গোল জাপানের

ছবি: টেলিগ্রাফের

ফুটবল পরাশক্তি জার্মানির বিপক্ষে ২-১ গোলে এগিয়ে রয়েছে জাপান। প্রথমার্ধে জার্মানি ১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে গোল পরিশোধ করে জাপান। পরে ৮৪ মিনিটের মাথায় জার্মান দুর্গ কাঁপিয়ে আরও এক গোল করে এগিয়ে যায় এশিয়ার এ দলটি।

কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে চারবার বিশ্বকাপ জয়ী জার্মানির বিপক্ষে মাঠে নামে জাপান। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হয় এ লড়াই।

জার্মান একাদশ:

গোলকিপার : ম্যানুয়েল নয়্যার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ।

ডিফেন্ডার : ম্যাথিয়াস গিন্টার, অ্যান্তোনিও রুডিগার, নিকলাস সুলে, নিকো সেস্লেটারবেক, থিলো কেহেরার, ডেভিড রাউম, লুকাস ক্লোস্টারম্যান, আর্মেল কোস্টেরম্যান,
ক্রিস্টিয়ান গুয়েন্টার।

মিডফিল্ডার : ইকাই গুন্দোগান, জোনাস হফম্যান, লিওন গোরেটজকা, সার্জ নাব্রি, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ইয়াশুয়া কিমিখ, থমাস মুলার, জুলিয়ান ব্র্যান্ডট, মারিও গোটজে।

জার্মানরা ২০১৪ সালে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জয় করে। সেই বিশ্বকাপে জার্মানদের নেতৃত্ব দেন গোলকিপার ম্যানুয়েল নয়্যার। কাতার বিশ্বকাপেও ফেভারিট হিসেবে খেলতে নামবে জার্মানি। এবারো দলটির নেতৃত্বে আছেন ম্যানুয়েল নয়্যার। তার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখ।

জাপান একাদশ:

গোলকিপার : কাওয়াশিমা এইজি, গোন্দা শুইচি, দানিয়েল শিমিট।

ডিফেন্ডার : নাগাটোমো ইউকো, মায়া ইয়োশিদ, হিরোকি সাকাই, শোগো তানিগুচি, মিকি ইয়ামানে, কো ইতাকুরা, তাকেহিরো তোমিইয়াসু,
হিরোকি ইতো।

মিডফিল্ডার : গাকু শিবাসাকি, ওয়াতারু এনদো, জুনিয়া ইতো, তাকুমি মিনামিনো, হিদেমাসা মোরিতা, দাইচি কামাদা, ইউকি সোমা, কাওরো মিতোমা, রিতু দোয়ান, আও তানাকা,
তাকেফুসা কুবো।

মায়া ইয়োশিদা এ নিয়ে টানা সাতবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলবে জাপান। দলটির নেতৃত্বে আছেন মায়া ইয়োশিদা। তিনি ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচে করেন ১২টি গোল। যিনি বর্তমানে খেলছেন সিরি আ’র ক্লাব স্যাম্পডোরিয়ার হয়ে।এমকে

LEAVE A REPLY