সাত গোল খেয়ে সেদিন কেঁদেছিলাম : মিম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম একজন ফুটবলপ্রেমী। ফুটবলের কথা বলতে গেলে অনেক স্মৃতি রয়েছে তার। সম্প্রতি এমনই এক স্মৃতির কথা জানিয়েছেন যুগান্তরকে। তার প্রিয় দল ব্রাজিল।

দলটিকে নিয়ে নিজের ভালোলাগার কথাগুলো শেয়ার করেন মিম। তিনি বলেন, ‘আমার পছন্দের দল ব্রাজিল। প্রিয় দল হেরে গেলে মন খারাপ হবেই। তবে এর মধ্যে সবচেয়ে খারাপ স্মৃতি হলো ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ।

ব্রাজিল সেদিন ৭ গোল খায়। আমার মনে হয়, প্রতিটি ব্রাজিলভক্তের মন সেদিন ভারাক্রান্ত হয়েছিল। সত্যি বলতে আমি নিজেও সেদিন অনেক কেঁদেছি। প্রিয় দলের খেলা যেদিন হবে ভক্তদের উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক। আমিও সেদিন অনেক আনন্দ মুখর হয়ে খেলা দেখতে বসেছিলাম। প্রিয় দলের খেলা; বাঁচা-মরার লড়াই! জার্মানির বিপক্ষে সেদিন জিতলেই ফাইনাল। চোখের সামনে ফাইনাল ম্যাচ ভাসছে, এমনটাই মনে হচ্ছিল। আমার বোন ছিল আর্জেন্টিনার সাপোর্টার। ফলে এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলছিল সেদিন। ভেবেছিলাম ব্রাজিল ভালোভাবেই জিতবে।

আরেকটা ভরসার জায়গা ছিল সেবার বিশ্বকাপ তো ব্রাজিলের মাটিতে ছিল। ছোট বোনের সঙ্গে বাজি ধরেছিলাম ব্রাজিলই জিতবে। কারণ সে (বোন) জার্মানির পক্ষ নেয়। খেলা দেখতে বসে ঘটল উলটা ঘটনা! একটার পর একটা গোল খেতে লাগল ব্রাজিল। আমার বোনের আনন্দ তখন দেখে কে! সে আমাকে ইচ্ছা মতো ক্ষেপাচ্ছিল। সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমি কেঁদে ফেলেছিলাম। তবে এবার আমার স্বামীও ব্রাজিল সমর্থক। এবার ওর সঙ্গে খেলা দেখব। একটা কথা, আমি ব্রাজিল সাপোর্ট করলেও মেসিকেও আমার ভালো লাগে। তাই বলা চলে ব্রাজিলের সাপোর্টার হলেও আমি মেসির ভক্ত।’

LEAVE A REPLY