মুমতাহীনা চৌধুরী টয়া
জার্মানির সমর্থক অভিনেত্রী অভিনেত্রী মুমতাহীনা চৌধুরী টয়া। খেলা শুরুর পূর্বে জার্মানির জন্য শুভ কামনা জানিয়ে একটি পোস্ট দেন টয়া। সঙ্গে জার্মান দলের জার্সি পরিহিত একটি ছবিও দেন। তবে শেষ পর্যন্ত টয়ার মুখে হাসি ফোটেনি।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, চারবারের রানার্সআপ দল জার্মানি পাত্তাই পেল না জাপানের বিপক্ষে। হেরে গেছে ২-১ গোলের ব্যবধানে।
খেলার ৮ মিনিটে জাপানের স্ট্রাইকার দাইজেন মায়েদা গোল করেছিলেন। তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
৩০ মিনিটে জাপানের গোলরক্ষক সুইশি গন্ধা ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন। জার্মান ডিফেন্ডার ডেভিড রাউমের পা থেকে বল নিতে গিয়ে ফাউলটি করে বসেন সুইশি। জরিমানা হিসেবে পেনাল্টি দেওয়া হয়। পেনাল্টিতে ইলকায় গুন্ডোগান গোল করে দলকে লিড এনে দেন।
৭০ মিনিটে জাপানের গোলরক্ষক সুইশি জার্মানির পরপর ৬টি আক্রমণ ঠেকিয়ে নিজের মুন্সিয়ানার পরিচয় দেন। ৭৪ মিনিটে জাপানকে আর আটকাতে পারেননি তিনি। বদলি খেলোয়াড় হিসেবে নামা রিতশু দোয়ান দলকে এনে দেন সমতা।
ম্যাচে ফিরে প্রাণ পায় জাপান। ৮২ মিনিটে সেই শক্তিকে কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান আরেক বদলি খেলোয়াড় তাকুমা আশানো। এতেই নিশ্চিত হয় জাপানের জয়।
টয়া অবশ্য খেলা শেষে জাপানকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু জার্মানির প্রতি ভালোবাসা যে অক্ষুণ্ণ সে কথাও জানিয়েছেন অভিনেত্রী।