গোল করে এভাবেই জন্মভূমির কাছে যেন ক্ষমা চাইলেন এমবোলো। ছবি : এএফপি
সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোর জন্য আজকের বিশ্বকাপ ম্যাচটি ছিল ভীষণ আবেগের। জন্মভূমি ক্যামেরুনের বিপক্ষে খেলা বলে কথা। ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই এমবোলোর একমাত্র গোলেই আজ ক্যামেরুনকে হারিয়ে দিল সুইজারল্যান্ড। তাই আল জানোব স্টেডিয়ামে গোল করার পর উচ্ছ্বাস করার বদলে এমবোলো যেন নিজের জন্মভূমির কাছে ক্ষমা প্রার্থনা করলেন।
আজ বৃহস্পতিবার কাতারের আল জানোব স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। ক্যামেরুন বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণ চালিয়ে গেছে। তাদের বেশ কয়েকটি আক্রমণ ব্যর্থ করে দিতে পেরেছে সুইজারল্যান্ড। প্রথমার্ধে তিনটি খুব ভালো সুযোগ পেয়েছিল ক্যামেরুন। সেগুলো কাজে লাগাতে পারলে খেলার চিত্র ভিন্ন হতে পারত। দ্বিতীয়ার্ধে ক্যামেরুনের সেই পারফর্মেন্স আর নজরে পড়েনি। সেই সুযোগে ম্যাচে ফিরে সুইজারল্যান্ড।
৪৮তম মিনিটে জেরদান শাচিরি নিখুঁত ক্রসে বল পেয়ে জালে পাঠান এমবোলো। ক্যামেরুনে জন্ম হলেও এমবোলো বয়সভিত্তিক পর্যায় থেকে সুইজারল্যান্ডের হয়ে খেলেন। তাই জন্মভূমির প্রতি শ্রদ্ধা জানাতে গোল উদযাপন করেননি ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার ওই একমাত্র গোলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। দারুণ কিছু আক্রমণ শানিয়েও ফিনিশিং ব্যর্থতায় ক্যামেরুন ম্যাচ হারে। এই নিয়ে তারা বিশ্বকাপে টানা ৮ ম্যাচ হারল। টানা ৯ ম্যাচ হেরে মেক্সিকো সবার ওপরে।