রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের হাসপাতালে নবজাতকের মৃত্যু

গুড়িয়ে যাওয়া প্রসূতি ওয়ার্ড-ছবি: রয়টার্স/বিবিসি

দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে একটি হাসপাতালের প্রসূতি ইউনিটে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক নবজাতক শিশু নিহত হয়েছে। শিশুটির নানি এবং জরুরি সেবা বিভাগের কর্মীরা এ কথা জানিয়েছেন। দুই দিন বয়সী ওই শিশুর মা প্রসূতি কেন্দ্রটির একমাত্র রোগী ছিলেন। একজন ডাক্তারকেও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।

বুধবার জাপোরিঝিয়াসহ রাশিয়ার বিভিন্ন অংশে এটি টানা রকেট হামলা। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রাশিয়া তার দেশের ওপর ‘সন্ত্রাস ও হত্যাযজ্ঞ’ চালাচ্ছে ।

জাপোরিঝিয়া অঞ্চলেই রয়েছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। যুদ্ধ চলাকালে এই অঞ্চলটি বারবার হামলার শিকার হয়েছে। এ জন্য উভয় পক্ষ পরস্পরকে অভিযুক্ত করেছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র বুধবার রাতে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি ইউক্রেন-নিয়ন্ত্রিত শহর ভিলনিয়ানস্কের একটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে আঘাত করে।  

৯ মাসের এই যুদ্ধে বেশ কয়েকটি চিকিৎসা স্থাপনা রাশিয়ার আক্রমণের শিকার হয়েছে। মার্চ মাসে মারিওপোলের একটি প্রসূতি হাসপাতালে হামলায় এক শিশুসহ তিনজন মারা গিয়েছিল। তখন রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, হামলাটি ইউক্রেনের সাজানো।  

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হয়। এর পর থেকে ইউক্রেনের স্বাস্থ্য অবকাঠামোতে ৭০৩টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  

সূত্র : বিবিসি

LEAVE A REPLY