বিশ্বকাপের রাজা বলা হয় ব্রাজিলকে। সবকটি বিশ্বকাপ আসরে খেলা একমাত্র দল ব্রাজিল শিরোপা জিতেছে পাচবার। আজ সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করেছে সেলেসাওরা। দোহার লুসাইল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি তারা।
গোলের দেখা পায়নি সার্বিয়াও। গোলের উদ্দেশ্যে ৪টি শট নিয়েছে ব্রাজিল, এর মধ্যে ৩টিই ছিল লক্ষ্যে। তবে ব্রাজিলের এই শটগুলো রেখে দিয়েছেন সার্বিয়ান গোলরক্ষক মিলিনকোভিক সাভিচ। বল দখলেও এগিয়ে ছিল ব্রাজিল। ৫৮ শতাংশ সময় বল নিজদের দখলে রেখেছেন নেইমাররা।
ম্যাচের ১৩তম মিনিটে নেইমারের নেওয়া কর্নার পাঞ্চ করে বল বাইরে পাঠিয়ে দলকে রক্ষা করেন সার্বিয়ান গোলরক্ষক। নেইমারের পরের কর্নার কিকে রাফিনহা লাফিয়ে উঠেছিলেন। কিন্তু তার আগেই বল গোলরক্ষকের হাতে।
৪১তম মিনিটে দারুণ একটি পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু সার্বিয়ান ডিফেন্ডাররা ভিনিসিয়ুসকে ভালো শট নিতে দেননি।